shono
Advertisement
SIR Draft Voter List

SIR-এর খসড়া ভোটার তালিকায় জীবিত হলেন মৃত! রাগে শববাহী গাড়িতে উঠলেন বৃদ্ধ

বিষয়টা প্রকাশ্যে আসতে কী সাফাই বিএলওর?
Published By: Tiyasha SarkarPosted: 12:52 PM Dec 24, 2025Updated: 02:32 PM Dec 24, 2025

সুমন করাতি, হুগলি: খসড়া ভোটার তালিকায় (SIR Draft Voter List) মৃত বলে উল্লেখ করায় ক্ষোভে শ্মশানে হাজির হয়েছিলেন হুগলির এক কাউন্সিলর। একই ঘটনার পুনরাবৃত্তি সেই হুগলিতেই। আরও এক জীবিতকে মৃত বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়! প্রতিবাদে সটান শববাহী গাড়িতে উঠে পড়লেন এক ভোটার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তরপাড়ায়। প্রতিবাদে সরব তৃণমূল।

Advertisement

হুগলির উত্তরপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস চক্রবর্তী। প্রায় ৫০ বছর ধরে ওই এলাকার বাসিন্দা তিনি। আর পাঁচজনের মতোই এসআইআরের ফর্মপূরণ করে জমা দিয়েছিলেন তিনি। নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকাতেও। খসড়া তালিকা (SIR Draft Voter List) প্রকাশের পর দেখা যায়, তাঁর নাম মৃতের তালিকায়। স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যান তিনি। প্রতিবাদ জানাতে শববাহী গাড়িতে উঠে পড়েন তিনি। বিষয়টা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

আশিসবাবু জানান, তিনি বিষয়টা জানামাত্রই বিএলওকে জানিয়েছিলেন। তিনি নাকি স্বীকার করেছেন যে তাঁর ভুলেই এই বিপত্তি। পাশাপাশি আশ্বাস দিয়ে বলেন, হিয়ারিংয়ে ডাকা হবে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু কেন এই ধরণের ঘটনা ঘটবে? বিএলওর উদাসীনতার জেরে কেন ভুগতে হবে আমজনতাকে? এই প্রশ্নই তুলছেন তিনি। তাঁর প্রশ্ন, "নিজের ভুল না থাকা সত্ত্বেও কেন ছোটাছুটি করব?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করায় ক্ষোভে শ্মশানে হাজির হয়েছিলেন হুগলির এক কাউন্সিলর। একই ঘটনার পুনরাবৃত্তি সেই হুগলিতেই।
  • আরও এক জীবিতকে মৃত বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়!
  • এই অভিযোগ তুলে সটান শববাহী গাড়িতে উঠে পড়লেন এক ভোটার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তরপাড়ায়। প্রতিবাদে সরব তৃণমূল।
Advertisement