shono
Advertisement
SIR in West Bengal

এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে অবরোধ স্থানীয়দের, চরমে যাত্রী ভোগান্তি

রেল অবরোধ করেন স্থানীয়রা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। যার প্রভাব পড়ে রেল চলাচলে। বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে। আধ ঘণ্টার উপরের বেশি সময় কয়েকটি ট্রেন আটকে থাকে।
Published By: Subhankar PatraPosted: 12:31 PM Jan 24, 2026Updated: 03:31 PM Jan 24, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ। বারবার ডেকে হয়রানি করা হচ্ছে! এই অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে বিক্ষোভ স্থানীয়দের। রেল অবরোধ করেন স্থানীয়রা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। যার প্রভাব পড়ে রেল চলাচলে। বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে। আধ ঘণ্টার উপরের বেশি সময় কয়েকটি ট্রেন আটকে থাকে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল।

Advertisement

শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে স্থানীয় বাসিন্দারা হাতে জাতীয় পতাকা নিয়ে স্টেশনে প্রবেশ করেন। স্টেশনের ভিতর বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধুন্ধুমার বাধে। লাইনে নেমে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। আটকে পড়ে অনেকগুলি ট্রেন। এক বিক্ষোভকারীর কথায়, "আমরা স্থানীয় বাসিন্দা। বাংলাদেশি ধরার নামে, আমাদের হেনস্তা করা হচ্ছে কেন? বারবার একই কাজ করতে হচ্ছে। আমরা এসব মেনে নেব না।" বিক্ষোভের জেরে  চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। একযাত্রী এসআইআর (SIR in West Bengal) হেনস্তার অভিযোগকে সমর্থন জানালেও,রেল অবরোধের বিষয়টি মেনে নিতে পারেননি। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাইনে নেমে বিক্ষোভ। নিজস্ব চিত্র

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়ায় ও শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ফরাক্কা, চাকুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপও নিয়েছে। বাইরে আগুন লাগিয়ে প্রতিবাদের পাশাপাশি, ভাঙচুর করা হয়েছে বিডিও অফিসেও। সেই তালিকায় এবার নাম জুড়ল বর্ধমানের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement