এসআইআর (SIR in West Bengal) নিয়ে সমস্যা কিছুতেই কমছে না। চিন্তার ভাঁজ বাড়ছে কমিশনের অন্দরে। শাসকদলের একেরপর এক নেতার নামে আসছে নোটিস। শুনানিতে আসার নির্দেশ দেওয়া হচ্ছে তাঁদের। এই তালিকায় যুক্ত হয়েছে তেহট্টের প্রয়াত বিধায়কের ছেলের নাম।
জানা গিয়েছে, তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক প্রয়াত তাপস কুমার সাহার ছেলের কাছে এসেছে এসআইআরের শুনানির নোটিস। এই নোটিস আসায় হতবাক অনেকেই।
দু'বারের বিধায়ক তাপস সাহার ছেলে সাগ্নিক সাহা। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। বেঙ্গালুরুতে একটি সংস্থায় কর্মরত তিনি। জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর বর্তমানে তেহট্ট থানার কড়ুইগাছিতে নিজের বাড়িতে থাকছেন তিনি।
জানা গিয়েছে, বুধবার বিকেলে সাগ্নিককে শুনানির (SIR Hearing) নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই নোটিস পেয়ে রীতিমতো ক্ষুব্ধ তিনি।
দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত ছিলেন সাগ্নিকের বাবা তাপস সাহা। ২০১৬ সালে পলাশিপাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জিতে প্রথমবার বিধায়ক হন তিনি। এরপর ২০২১ সালের বিধানসভার ভোটে তেহট্টের তৃণমূলের প্রার্থী হন তিনি। সেখানে ব্যাপক বিজেপি হাওয়ার মধ্যেও তৃণমূলকে জেতান তাপস সাহা।
এরপর রাজনীতির জল অনেক গড়ায় অনেকদূর। তবে ২০২৫ সালে শারীরিক অসুস্থতা শুরু হয় তাঁর। অবশেষে, ১৫ মে সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে।
সাগ্নিকের আক্ষেপ, "বাবার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। রাজ্যের পরিচিত মুখ তিনি। দেশের মধ্যেই এই রাজ্য। সেই রাজ্যের একটি জেলার দু'টি আলাদা আলাদা বিধানসভায় দুই বারের বিধায়ক ছিলেন আমার বাবা। এখন আমাকে প্রমাণ দিতে হবে, আমি ভারতীয় নাগরিক কিনা। এটা বাঞ্ছনীয় নয়।"
