বালুরঘাটে আত্রেয়ী খাঁড়ির পাশে পাইকারি বাজারে ব্যস্ত সবাই। পাশে মূত্রত্যাগ করতে যান এক ব্যবসায়ী। তখনই পিলে চমকে ওঠে তাঁর। খাঁড়ির জলে পানায় আটকে নরকঙ্কাল! দেহাংশের পাশাপাশি মিলেছে খুলিও। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। সেটি উদ্ধার করা হয়েছে। তবে কোনও মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। ফরেনসিক রিপোর্ট আসার পরই সব কিছু বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরে। শহরে আত্রেয়ী খাঁড়ির জোড়া ব্রিজের কাছ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। এলাকায় বসে পাইকারি বাজার। প্রতিদিনের মতোই ব্যস্তায় দিন শুরু হয়। এক ব্যবসায়ী খাঁড়ির ধারেই যেতে কঙ্কালটি দেখেতে পান। খবর দেন অন্যান্য ব্যবসায়ীদের। তারপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। স্থানীয় এক ব্যবসায়ী জানান, "দেখে নরকঙ্কালই মনে হচ্ছে। মাথার খুলিও পাওয়া গিয়েছে। তদন্তের বিষয়। পুলিশ তদন্ত করে দেখুক। তবে গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।"
উদ্ধার হওয়া নরকঙ্কাল! নিজস্ব চিত্র
কঙ্কালটি উদ্ধারের পর মুখ খুলতে নারাজ পুলিশ। সেটিকে কঙ্কাল বলতেও রাজি নন তদন্তকারীরা। ফরেনসিক রিপোর্ট আসার পরই আসল বিষয় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কী করে সেটি ওই জায়গায় এল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় কোনও মানুষের নিখোঁজ হওয়ারও খবর নেই। তাহলে কি অন্য কোনও জায়গা থেকেই 'জিনিসটি' এসেছে? সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
