shono
Advertisement

মেদিনীপুরে মোদির সভায় ভাঙল শামিয়ানা, আহতদের দেখতে হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী

বাড়ছে আহতদের সংখ্যা৷ The post মেদিনীপুরে মোদির সভায় ভাঙল শামিয়ানা, আহতদের দেখতে হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Jul 16, 2018Updated: 02:12 PM Jul 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদিনীপুর কলেজিয়েট মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় বড়সড় দুর্ঘটনা৷ বিশাল শামিয়ানা ভেঙে গুরুতর আহত ২০৷ জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর রয়েছে৷ আহতদের নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানেই চলছে চিকিৎসা পর্ব৷ সভাস্থল থেকেই আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে শামিয়ানা এমনই মনে করা হচ্ছে৷

Advertisement

[রথের মেলায় তাণ্ডব মদ্যপ পুলিশকর্মীর, বারাসতে নাক কাটা গেল প্রশাসনের]

জানা গিয়েছে, মাঠে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুরুর একদম প্রথম পর্যায়েই ঘটে দুর্ঘটনাটি৷ মূল সভামঞ্চ ছাড়াও সেখানে মূলত তিনটি শামিয়ানা খাটানো হয়েছিল৷ তাদের মধ্যেই একটি ভেঙে পড়ে৷ লোহার বিমের উপরে টাঙানো হয়েছিল শামিয়ানা গুলি৷ কিন্তু সভা শুরুর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটি ভেঙে পড়তে থাকে৷ সভার শুরুতেই এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ায় কিছুটা হট্টগোল শুরু হয়৷ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্বয়ং প্রধানমন্ত্রী ও রাজ্য বিজেপির স্বেচ্ছাসেবকরা৷ সাধারণ মানুষকে ব্যস্ত না হওয়ার পরামর্শ দেন মোদি৷ নিজেই দিতে থাকেন স্লোগান, যাতে দুর্ঘটনা থেকে সরে যায় সাধারণ মানুষের মন৷

[মোদিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ মেদিনীপুর শহরের এক চা-বিক্রেতার]

এই দুর্ঘটনার জন্য বৃষ্টিকেই দায়ী করছেন রাজ্য বিজেপির কর্মকর্তারা৷ গত কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরে প্রবল বৃষ্টি হচ্ছে, এমনকি সোমবারও সকালের দিকে বৃষ্টি হয়৷ ফলে বৃষ্টির জন্য মাঠের মাটি নরম হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে শামিয়ানা, এমনই মনে করা হচ্ছে৷

The post মেদিনীপুরে মোদির সভায় ভাঙল শামিয়ানা, আহতদের দেখতে হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement