shono
Advertisement

‘জয়ের ব্যবধানের হিসেব কষছি’, মনোনয়ন পেশ করে বললেন আত্মবিশ্বাসী মহুয়া

বিজেপিকে গুরুত্ব না দিলেও, সিপিএম প্রার্থীকে শ্রদ্ধা জানান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী৷ The post ‘জয়ের ব্যবধানের হিসেব কষছি’, মনোনয়ন পেশ করে বললেন আত্মবিশ্বাসী মহুয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 02:48 PM Apr 05, 2019Updated: 03:17 PM Apr 05, 2019

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: গোড়া থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন৷ চেনা এলাকায় লাগাতার প্রচারে শান দিয়ে সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়েছেন৷ শুক্রবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মহুয়া মৈত্র শুরু করলেন কাউন্টডাউন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিনি কত ভোটে জয়ী হবেন, তার হিসেব শুরু হল বলে মন্তব্য করলেন মহুয়া মৈত্র৷ তাঁর পাশাপাশি এদিন অতিরিক্ত জেলাশাসকের ঘরে মনোনয়ন পেশ করেছেন রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসও৷

Advertisement

                         [ আরও পড়ুন : ‘শলাকা’ দেখিয়ে ভোট করানোর নিদান, আবারও বিতর্কে অনুব্রত মণ্ডল]

কৃষ্ণনগর কেন্দ্রের ভোটযুদ্ধ এবার বেশ আকর্ষণীয় একাধিক ক্ষেত্রে৷ তৃণমূল শিবিরের প্রার্থী হয়েছেন করিমপুরের বিধায়ক, দলের অত্যন্ত সক্রিয় সদস্য এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্যা যুব প্রজন্মের প্রতিনিধি মহুয়া মৈত্র৷ তাঁর প্রতিদ্বন্দ্বিতায় প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেকে ময়দানে নামিয়েছেন গেরুয়া শিবির৷ কল্যাণ চৌবেরও জনপ্রিয়তা কম নয়৷ তারউপর প্রার্থী হওয়ার পর সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন প্রাক্তন ফুটবলার৷ খেলার মাঠ থেকে শুরু করে এলাকার বাড়িতে, দোকানে, বাজারে পৌঁছে গিয়েছেন ভোটের আবেদন নিয়ে৷ তাঁকে ঘিরেও জনতার উৎসাহ,উদ্দীপনা কম নেই৷ অনেকেই মনে করছেন, কৃষ্ণনগরবাসীর মন জয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন কল্যাণ চৌবে৷

                                                   [ আরও পড়ুন : পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে শতাব্দী]

তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ মহুয়া মৈত্র৷ শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার আগে কৃষ্ণনগরের নিজের ভাড়া বাড়িতে ডাকা সাংবাদিক বৈঠকে প্রতিপক্ষ আরেক হেভিওয়েট প্রার্থীকে নিয়ে প্রশ্ন করা হলে, হেলায় তা উড়িয়ে দিলেন তৃণমূল প্রার্থী৷ কল্যাণ চৌবে কি চ্যালেঞ্জের মুখে ফেলছে? এই প্রশ্নের উত্তরে মহুয়ার জবাব, ‘চ্যালেঞ্জ কি না, তা ওনাকেই জিজ্ঞেস করুন৷ আমার জয় নিয়ে কোনও সংশয় নেই৷ আমরা বিজয় উৎসবের অপেক্ষা করছি৷ দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে থাকবে, সেটাই এখন দেখার৷’ তবে আরেক প্রতিপক্ষ সিপিএম প্রার্থী শান্তনু ঝা’র প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন মহুয়া৷ তাঁর কথায়, ‘শান্তনু ঝা শিক্ষিত, অভিজ্ঞ, প্রতিষ্ঠিত একজন ব্যক্তি৷ তাঁর প্রতি আমার শ্রদ্ধা আছে৷’ জয়ী হলে এলাকার কী কী উন্নয়ন করবেন, তার লম্বা তালিকাও দিলেন৷ বাইপাসে রাস্তার সমস্যা মেটানো, শিক্ষার উন্নতি, ঐতিহ্যবাহী তাঁত শিল্পের উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা করার দিকে নজর দেবেন বলে জানালেন তৃণমূল প্রার্থী৷

                                    [ আরও পড়ুন : জঙ্গিপুরে ‘উটকো বিপদ’, ভ্রান্তিবিলাসের গেরোয় অভিজিৎ মুখোপাধ্যায়]

এরপর বেলা ১২টার কিছুটা আগে বাড়ি থেকে কর্মী, সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে বেরিয়ে যান৷ ঢাকঢোল, ব্যান্ড বাজিয়ে সে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়৷ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে ২ কিলোমিটারেরও বেশি রাস্তা হেঁটে তিনি পৌঁছন জেলাশাসকের দপ্তরে৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক তাপস সাহা, কল্লোল খাঁ, হাসানুজ্জামান, গৌরীশংকর দত্ত-সহ অনেকেই৷ কিন্তু মনোনয়ন পেশে প্রাথমিকভাবে বাধা পান মহুয়া মৈত্র৷ একইসময়ে সেখানে মনোনয়ন পেশ করছিলেন নির্দল প্রার্থী৷ তাতে কিছুটা বিরক্ত হয়ে জেলাশাসকের ঘর থেকে বেরিয়ে যান৷ সামান্য কিছুক্ষণ পরেই দুপুর ১টার আগেই অবশ্য নিজের মনোনয়নপত্র পেশ করেন জেলাশাসক সুমিত গুপ্তার কাছে৷ ২৯ এপ্রিল, চতুর্থ দফায় কৃষ্ণনগর এবং রানাঘাট কেন্দ্রে ভোট৷

The post ‘জয়ের ব্যবধানের হিসেব কষছি’, মনোনয়ন পেশ করে বললেন আত্মবিশ্বাসী মহুয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement