shono
Advertisement

Breaking News

এসটিএফের তৎপরতায় মাদক পাচারের ছক বানচাল, গ্রেপ্তার ৫

বাজেয়াপ্ত হওয়া লরি দু'টির রেজিস্ট্রেশন উত্তরপ্রদেশের।
Posted: 04:13 PM May 21, 2023Updated: 04:13 PM May 21, 2023

অর্ণব আইচ: রাজ্য পুলিশের এসটিএফের তৎপরতায় মাদক পাচারের ছক বানচাল। গ্রেপ্তার পাঁচ পাচারকারী। বরানগর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত ১০ লক্ষ টাকা মূল্যের ফেনসিডিল, দু’টি লরি, একটি বাইক এবং নগদ ৮৫ হাজার টাকা।

Advertisement

রাজ্য পুলিশের এসটিএফের কাছে মাদক কারবারীদের খবর ছিল। সেই অনুযায়ী শনিবার গভীর রাতে বরানগরের কাছে বিটি রোডে তল্লাশি অভিযান চলে। অভিযান চলার মাঝে দু’টি লরি, একটি মোটরবাইক আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে দশ লক্ষ টাকার ফেনসিডিল পাওয়া গিয়েছে। ওই ফেনসিডিলে নিষিদ্ধ মাদক কোডেন ফসকেট মেশানো ছিল বলেই খবর। নগদ ৮৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

[আরও পড়ুন: ধার চাওয়াই কাল! নিউটাউনের তরুণীকে বাড়িতে ডেকে গণধর্ষণ, গ্রেপ্তার ঘানার ২ ফুটবলার]

বাজেয়াপ্ত হওয়া লরি দু’টির রেজিস্ট্রেশন উত্তরপ্রদেশের। বাইকটির রেজিস্ট্রেশন বাংলার। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার হয়েছে। ধৃতেরা হল সঞ্জয় ধর, সুবোধ কুমার, সম্রাট সরকার, সুরজিৎ বিশ্বাস, মণীশ গোন্দ। সঞ্জয় এবং মণীশ কাশিপুরের বাসিন্দা। সুবোধের বাড়ি উত্তরপ্রদেশে। সম্রাট ও সুরজিত নদিয়ার বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: ২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, বিশেষ ফর্ম, ঘোষণা SBI-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement