রমনী বিশ্বাস, তেহট্ট: কলকাতার বেহালার দুর্ঘটনার ক্ষত ফিরল তেহট্টের নাজিরপুরে। কলকাতার বেহালার পর আবারও নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চতুর্থ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পলাশীপাড়া থানার কুলগাছির বেতাই-পলাশি রাজ্য সড়কে। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ এলাকাবাসী।
মৃত ছাত্রের নাম রবিউল শেখ (১২)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সন্ধেয় কুলগাছি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রবিরুল রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে অনেকটা দূরে নিয়ে যায়। যার জেরে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: DA না পেলে স্বেচ্ছামৃত্যু! রাষ্ট্রপতির দ্বারস্থ অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা]
এরপরই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। গাড়িটিকে আটক করেছে পলাশি পাড়া থানার পুলিশ। তবে গাড়ির চালক পলাতক। পুলিশের আশ্বাসে সন্ধের পরে অবরোধ উঠে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথে বেহালায় দুর্ঘটনায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালা চৌরাস্তায়। দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি, বাইক। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণী।
