সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও বছরের দ্বিতীয় দিন থেকে বাড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ! শুক্রবার অভিষেকের জনসভার আগে মালদহের চাঁচলের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বদলের পর বদলা হবে বলে হুঙ্কার দিলেন তিনি। বিহার, ওড়িশার পর বাংলায় বদল হবে বলে দাবি করলেন শুভেন্দু। শুধু তৃণমূলকে হুঁশিয়ারি নয়, মালদহের এসডিওকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বললেন, "নামটা লেখা থাকল, ভোটের পর দেখা হবে।"
মালদহের (Malda) চাঁচলে আজ, শুক্রবার পরিবর্তন সংকল্প সভা কর্মসূচি নেয় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, "বিহার, ওড়িশার পর বাংলা সাফ হবে। এপ্রিল মাসের পর তৃণমূল বিরোধী আসনে যাবে।" পাশাপাশি মালদহ উত্তরে সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের বদলা নেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। সেই সুর ধরে শুভেন্দু বলেন, "ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু। রক্ত দেখেছিলেন। বদলা যদি চান, তাহলে বদল আনতে হবে।"
চাঁচলের এই সভার অনুমতি মিলেছে কলকাতা হাই কোর্ট থেকে। নিরাপত্তার খাতিরে পুলিশ অনুমতি দিতে চায়নি। আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালত থেকে শর্ত সাপেক্ষে এই সভার অনুমতি পান শুভেন্দু (Suvendu Adhikari)। দুপুর ৩টের মধ্যে সভা শেষ করতে হয়। প্রথমে অনুমতি না মেলায়, মহকুমা শাসককে শাসিয়ে হুঁশিয়ারি দেন ভোটের পর তাঁর সঙ্গে দেখা করবেন।
শুভেন্দুর এই মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "লোকসভা ও বিধানসভার ফলাফলে অনেক পার্থক্য থাকে। শুভেন্দুবাবু পুলিশের অনুমতি ছাড়া আসানসোলে একটি সভা করেছিলেন। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ অনুমতি না দিলে কোনও কারণ থাকে।"
