রাজ কুমার, আলিপুরদুয়ার: শনিবার আলিপুদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাস্থলের পাশের চা বাগানে ঘাপটি মেরে বসে চিতাবাঘ! নিরাপত্তা সুনিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বনদপ্তর। এলাকাজুড়ে চলছে তল্লাশি।
আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের আউট ডিভিশনে ফুটবল মাঠে সভা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তাঁর আগে চা বাগানে ঘাপটি মেরে বসে চিতাবাঘ! সাংসদের নিরাপত্তা তো বটেই, সভা ভিড় জমাবেন প্রচুর মানুষ তাঁদের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তায় প্রশাসন। সভায় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্যও সমস্ত পদক্ষেপ করছে বনদপ্তর। চিতাবাঘ তাড়াতে বোমা ফাটাচ্ছেন কর্মীরা। সকাল থেকে চিতাবাঘ তাড়াতে বনকর্মীদের মধ্যে তৎপরতা তুঙ্গে।
জানা গিয়েছে, এই সময়টি চিতাবাঘের মিলন ও প্রসবের সময়। তাই তাদেরও যাতে কোনও ক্ষতি না হয়, সেই দিক নিশ্চিত করছে বনদপ্তর। রেঞ্জ অফিসার অমিতাভ পাল বলেন, "এখন ওদের মিলন ও প্রসবের সময়। চা বাগানে বাচ্চা নিয়ে থাকতে পারে। এখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। অনেক মানুষের ভিড় হবে। নিরাপত্তার জন্য আমরা বোমা ফাটাচ্ছি। আজ ও কাল এই প্রক্রিয়া চলবে।" আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, "বনদপ্তর কাজ করছে। আমরাও আছি। অসুবিধার কিছু নেই।"
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বছরের গোড়া থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বারুইপুরের সাগর সংঘের মাঠে সভা করবেন তিনি। তারপরই আলিপুরদুয়ারে সভা করার কথা।
