shono
Advertisement
Abhishek Banerjee

'বিজেপির সাংসদই প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বলছে', অভিষেকের হাতিয়ার অনন্ত মহারাজ

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রণসংকল্প সভা শুরু করলেন অভিষেক।
Published By: Subhankar PatraPosted: 04:53 PM Jan 02, 2026Updated: 07:47 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারুইপুরের সভায় অভিষেকের হাতিয়ার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ! এসআইআর (SIR in Bengal) ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্তের করা 'প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি', মন্তব্যকে কটাক্ষ অভিষেকের। অভিষেক বলেন, "বিজেপির সাংসদই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলছে।"

Advertisement

বিধানসভা নির্বাচন দুয়ারে। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই কার্যত ভোট প্রচার শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। আজ, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রণসংকল্প সভার শুরু করলেন তিনি। বক্তব্যের ছত্রেছত্রে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় ও বঙ্গ নেতাদের। উঠে আসে এসআইআর প্রসঙ্গে করা অনন্তের মন্তব্য। বিজেপিকে কটাক্ষ করে বলেন, "বিজেপির এমএলরা যাঁকে ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে তাঁরাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি, বাংলাদেশি বলছে।"

উল্লেখ্য, দিন কয়েক আগে দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, এসআইআর তালিকায় নাম বাদ গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিনেটশন ক্যাম্পে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেছেন বলে দাবি অনন্তের। তারপরই তিনি বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। প্রমাণটা কে করবে? ওঁরাই তো বাংলাদেশি।” তাঁর যুক্তি, “দেশের মাথারাই বাংলাদেশি, আমরা কাকে কাগজ দেখাব।” তা নিয়েই আজ, শুক্রবার বিজেপিকে বিঁধেছেন অভিষেক।

পাশাপাশি 'হিন্দুত্ব নিয়ে বড় কথা বলা', বিজেপি বাংলাদেশির ইউনুসের সরকারের প্রশংসা করছে দাবি করে একটি অডিও ফাইল শোনান অভিষেক। অভিষেকের (Abhishek Banerjee) চালানো অডিওতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির গলায় শোনা গিয়েছে, বাংলাদেশে ইউনুসের সরকার ভালো চলছে (যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। অভিষেক বলেন, "এই বিজেপি নেতা বলছেন, পশ্চিম বাংলার থেকে বাংলাদেশের ইউনুসের সরকার ভালো চলছে। সে সরকারের জমানায় বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুন করা হল, তাঁকে এরা সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারুইপুরের সভা থেকে এসআইআর ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের 'প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি' মন্তব্যকে কটাক্ষ অভিষেকের।
  • অভিষেক বলেন, "বিজেপির সাংসদই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলছে।"
  • শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রণসংকল্প সভার শুরু করলেন অভিষেক।
Advertisement