shono
Advertisement
Patharpratima

মাছ ধরতে যাওয়াই কাল! আচমকা পাথরপ্রতিমার নাবালককে টেনে নিয়ে গেল কুমির

রাতভর তল্লাশির পরও হদিশ মেলেনি নাবালকের।
Published By: Tiyasha SarkarPosted: 11:51 AM Jun 25, 2024Updated: 04:15 PM Jun 25, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ঘরের পাশের নদীর কুমির টেনে নিয়ে গেল নাবালককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima) গোবর্ধনপুরে। নদীতে গোটা রাত তল্লাশির পরও কিশোরের হদিশ মেলেনি বলে খবর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের মানিক ভক্ত। বাড়ির পাশেই ধনচি বনাঞ্চল লাগোয়া নদীতে মাছ ধরছিল সে। বুঝতেও পারেনি কত বিপদ অপেক্ষা করছে। নদীতে ওঁৎ পেতেছিল পেল্লায় মাপের কুমির। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোরের কোমরে কামড় দিয়ে তাকে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। মিনিট পাঁচেক ধরে চলে যমে মানুষে টানাটানি। কুমিরটিকে পরে দেখা গেলেও নাবালকের আর হদিশ মেলেনি।

[আরও পড়ুন: মার্কিন আদালতে ‘দোষী’ হতে রাজি, শর্ত মেনে ব্রিটেনের জেল থেকে মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ]

এদিকে নিখোঁজ কিশোরের বাবা হুকুম ভক্ত-সহ পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে যান। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বনদপ্তর নিখোঁজ নাবালকের খোঁজে লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি চালায়। পঞ্চায়েত সভাপতি শেখ নুর ইসলামের তত্ত্বাবধানে ট্রলার নিয়ে নদীতে চলে তল্লাশি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করেছে পুলিশ ও বনদপ্তর। এবিষয়ে রামগঙ্গা রেঞ্জের বনাধিকারিক কবীর হোসেন জানান, "গ্রামবাসীদের কাছে খবর পাওয়া মাত্রই বনদপ্তর নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশিতে নামে। কিন্তু এখনও হদিশ মেলেনি। তল্লাশি চলছে।"

[আরও পড়ুন: কেন বিয়ে করছেন না সলমন? সোনাক্ষীর বিয়ে হতেই মুখ খুললেন ভাইজানের বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরের পাশের নদীর কুমির টেনে নিয়ে গেল নাবালককে।
  • ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুরে।
  • তবে নদীতে গোটা রাত তল্লাশির পরও কিশোরের হদিশ মেলেনি বলে খবর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Advertisement