shono
Advertisement
Bankura

ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ৪০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়ি!

ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Published By: Suhrid DasPosted: 06:01 PM Dec 06, 2025Updated: 06:39 PM Dec 06, 2025

টিটুন মল্লিক, বাঁকুড়া: রাজ্যসড়কে হাড়হিম করা দুর্ঘটনা। এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে তাঁকে প্রায় ৪০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি! ঘটনায় গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে। জখম ওই ব্যক্তি পেশায় দুধ ব্যবসায়ী, নাম নিমাই সাইনি।

Advertisement

জানা গিয়েছে, প্রতিদিন সকালেই ওই এলাকা দিয়ে সাইকেল চালিয়ে দুধ বিক্রি করতে যান নিমাই সাইনি নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, সেসময় ওই রাজ্যসড়কের উপর দিয়ে দ্রুতগতিতে একটি গাড়ি গিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। শুধু তাই নয়, ধাক্কা মারার পর ওই ব্যবসায়ী গাড়ির নিচে আটকে গিয়েছিলেন। তাঁকে প্রায় ৪০ ফুট দূরে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল গাড়িটি। ঘটনা দেখে সকলেই হতবাক হয়ে পড়েন। গাড়িটি থামলে দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধারের কাজে হাত লাগানো হয়। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। যে গাড়িটি ধাক্কা মেরেছিল, সেটিতে নীলবাতি লাগানো রয়েছে। ফলে আরও বেশি করে ক্ষোভ ছড়ায় এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়া সদর থানা ও ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কথা বলে বিক্ষোভকারীদের শান্ত করা হয়। পরে অবরোধ তোলা হয়। বাঁকুড়ার ডিএসপি ( ট্রাফিক) কৈশালপতি মাহাতো জানিয়েছেন, গাড়িটি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদ দপ্তরের ভাড়া নেওয়া। ঘটনায় ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যসড়কে হাড়হিম করা দুর্ঘটনা।
  • এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে তাঁকে প্রায় ৪০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি!
  • ঘটনায় গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement