সুমন করাতি, হুগলি: হুগলি (Hooghly) জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার হুগলি জেলা শাসকের সার্কিট হাউসে আসেন হুগলীর জেলা অবজারভার ওঙ্কার সিং মীনা।
পশ্চিমবঙ্গ সরকারের রাস্তাশ্রী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি প্রকল্প, বাংলার সাহায্য কেন্দ্র-সহ একাধিক সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করতে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয় জেলায়। এই বৈঠকে জেলা অবজারভারের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন এবং বিভিন্ন পর্যায়ের অগ্রগতি, সমস্যা ও তার সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে জেলা অবজারভার ওঙ্কার সিং মীনা বলেন, "হুগলি জেলায় অত্যন্ত ভালো কাজ হচ্ছে। জেলার বিভিন্ন এসডিও ও বিডিওদের উপস্থিতিতে আজকের বৈঠকে সব সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। জেলা প্রশাসন নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিটি প্রকল্পের কাজ সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে।" তিনি আরও, বলেন, "আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু সমস্যা থাকলেও সেগুলোর দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলার আবাস প্রকল্প নিয়েও আমি সন্তুষ্ট।"
এসআইআর-এর চাপে যাতে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয়, তার জন্য আগেই ডিএম-সহ জেলাস্তরের আধিকারিকদের আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে 'উন্নয়নের পাঁচালি' প্রকাশ করে সেই বক্তব্য আরও স্পষ্ট করে দেন মমতা। জানিয়ে দেন, কাজে নজরদারির জন্য জেলায় জেলায় যাবেন বিশেষ পর্যবেক্ষকরা। মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন, এর জন্য শীর্ষ আধিকারিকদের বিশেষ দল গড়ে দেওয়ার। এরপরেই, কোন আধিকারিক কঠায় যাবেন তা ঠিক করে দেন মুখ্য সচিব মনোজ পন্থ। সেই হিসেবেন হুগলী তে আসার কথা ছিল ওঙ্কার সিং মীনার। প্রশাসনিক মহলের মতে, সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দ্রুত সরকারি প্রকল্পগুলির কাজ সেরে ফেলতে চায় রাজ্য সরকার। এ বিষয়ে কোনও দীর্ঘসূত্রতা চান না মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাঁরা দ্রুত ও ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কৃত করবে রাজ্য সরকার।
