shono
Advertisement
Malbazar

সদ্যোজাতকে খুনের পর উঠোনে পুঁতে ফেলার চেষ্টা! গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, ধৃত মা

বাবা-মা দু'জন মিলে শিশুটিকে হত্যা করে বলে অভিযোগ।
Published By: Anustup Roy BarmanPosted: 07:18 PM Dec 06, 2025Updated: 07:43 PM Dec 06, 2025

অরূপ বসাক, মালবাজার: সদ্যোজাত সন্তানকে খুনের অভিযোগ। গা ঢাকা দিয়ে পেলেন না রেহাই। অবশেষে পুলিশের জালে সদ্যজাতকে হত্যা করা মা রেজিনা।

Advertisement

জানা গিয়েছে, সদ্যজাত কন্যা সন্তানকে হত্যার ঘটনার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত মা রেজিনা বেগম। শুক্রবার গভীর রাতে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাঝগ্রাম এলাকায় গ্রেপ্তার করা হয় তাঁকে। বাড়ির সামনে নজরদারিতে থাকা পুলিশের হাতেই ধরা পড়েন তিনি। এর আগে খুনে জড়িত থাকার অভিযোগে স্বামী জিয়ারুল হককে গ্রেপ্তার করা হয়। আদালত জিয়ারুলকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত বারোটার সময় নিজের বাড়িতেই সন্তানের জন্ম দেন রেজিনা। সন্তান ভূমিষ্ঠ করতে সাহায্য করেন স্বামী জিয়ারুল। এরপর দু'জন মিলে শিশুটিকে হত্যা করে বলে অভিযোগ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা গোপন রাখার চেষ্টা করে তাঁরা। দু'জন মিলে মাটি খুঁড়ে সদ্যোজাত শিশুর দেহ চাপা দেওয়ার চেষ্টা করেন। এই সময় প্রতিবেশীদের নজরে পড়ে সম্পূর্ণ ঘটনা। এরপরই রেজিনা বেপাত্তা হয়ে যান।

জেরায় রেজিনা জানান, অভাবের কারণেই সন্তানকে হত্যার সিদ্ধান্ত নেন তারা। ঘটনার পর একদিন জঙ্গলে লুকিয়ে থেকে তারপরে ময়নাগুড়ির পানবাড়িতে বড় মেয়ের বাড়িতে আত্মগোপন করেন তিনি। যদিও বাড়িতে ফিরতেই পুলিশের জালে ধরা পরে যান রেজিনা। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অবশেষে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মা-ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গা ঢাকা দিয়ে পেলেন না রেহাই।
  • পুলিশের জালে সদ্যজাতকে হত্যা করা মা রেজিনা।
  • শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার।
Advertisement