shono
Advertisement
Durgapur

গাছে ঝুলছে মরার মাথার খুলি! উদ্ধার করল পুলিশ, দুর্গাপুরে কঙ্কাল আতঙ্ক

গাছের নীচের অংশে অনেক হাড়গোড় পড়ে থাকতে দেখা গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 06:01 PM Jan 05, 2025Updated: 07:32 PM Jan 05, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কঙ্কাল উদ্ধারে আতঙ্ক ছড়াল দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায়। রবিবার সকালে গোগলা পঞ্চায়েতের বনগ্রামে হনুমান মন্দিরের ঠিক পিছনে ওই কঙ্কাল পাওয়া গেল। ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেছে। এই কঙ্কাল সেখানে এল কিভাবে? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এক ব্যক্তি ওই পুকুরপাড়ে গিয়েছিলেন। সেখানে একটি মাথার খুলি ঝুলন্ত অবস্থায় তিনি দেখতে পান। সেই দেখে তিনি ভয়ে সেখান থেকে পালিয়ে যান। অন্যান্যদের গিয়ে সেই বিষয়ে বলেন। অন্যরা সেখানে গিয়ে দেখতে পান, একটি গাছের মধ্যে একজনের মাথার খুলি ঝুলছে। খবর দেওয়া হয় লাউদোয়া ফরিদপুর থানার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে ওই খুলি উদ্ধার করে। গাছের নীচের অংশে অনেক হাড়গোড় পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই সব কিছু উদ্ধার করে নিয়ে যান তদন্তকারীরা।

ওই কঙ্কাল কিভাবে সেখানে এল? সেই নিয়ে জোর গুঞ্জন চলে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা। শরীরের মাংসপেশী পচে গিয়ে হাড় কঙ্কাল বেরিয়ে পড়ে। গলার কাছ থেকে ভেঙে বাকি অংশ নীচে পড়ে গিয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা বলেন, "ওই এলাকায় কেউ নিখোঁজ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে ওই কঙ্কাল আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কঙ্কাল উদ্ধারে আতঙ্ক ছড়াল দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায়।
  • ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেছে।
  • এই কঙ্কাল সেখানে এল কিভাবে? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement