shono
Advertisement
Asansol

আসানসোলে বাড়িতে অগ্নিকাণ্ড, ঘুমঘোরে মৃত একই পরিবারের ৩

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
Published By: Sayani SenPosted: 01:06 PM Jun 29, 2025Updated: 01:06 PM Jun 29, 2025

শেখর চন্দ্র, আসানসোল: মাঝরাতে বাড়িতে আগুন। প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের গুরুতর জখম গৃহকর্ত্রী। তিনি ভর্তি হাসপাতালে। আসানসোল দক্ষিণ থানার বৈশালী পার্কের ঘটনায় নেমেছে শোকের ছায়া। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে নমুনা সংগ্রহে যাওয়ার কথা ফরেনসিক টিমের। অগ্নিদগ্ধ ওই বাড়িটিকে ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

দোতলা বাড়িতে চারজন থাকতেন। তাঁরা হলেন গৃহকর্তা বাবলু সিং। তাঁর স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায়, শ্বশুর কেবল চন্দ এবং শাশুড়ি গায়েত্রী চন্দ। তাঁদের আদি বাড়ি ঝাড়খণ্ডের নিরসায়। বাবলুর একমাত্র ছেলে ভিনরাজ্যে থেকে পড়াশোনা করেন। তিনি হস্টেলে থাকেন। শনিবার মধ্যরাতে ওই দোতলা বাড়ির নিচতলা থেকে আচমকা আগুন লেগে যায়। আচমকা ধোঁয়া দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। আগুন লাগার খবর স্থানীয় বাসিন্দাদের জানান। আবাসিকরা দৌড়ে আসে। আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

ততক্ষণে অবশ্য সব শেষ। ওই পরিবারের সকলে জখম হয়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বাবলু সিং, কেবল চন্দ এবং শাশুড়ি গায়েত্রী চন্দকে মৃত বলে জানান পরিবারের লোকজন। অগ্নিদগ্ধ শিল্পী চট্টোপাধ্যায় গুরুতর জখম। তিনি এখনও হাসপাতালে ভর্তি। কীভাবে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট কিংবা এসি থেকে আগুন লাগতে পারে। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। তার জন্য পুলিশি প্রহরায় বন্ধ রাখা হয়েছে ঘর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসানসোলে বাড়িতে অগ্নিকাণ্ড।
  • ঘুমঘোরে মৃত একই পরিবারের ৩ জন। জখম ১।
  • অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
Advertisement