shono
Advertisement

Breaking News

FC Goa

বাঁশি বাজতেই বসে পড়লেন খেলোয়াড়রা, ভারতীয় ফুটবলের সংকটে প্রতিবাদী এফসি গোয়া

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল এফসি ইস্তিকললের।
Published By: Prasenjit DuttaPosted: 08:26 AM Dec 25, 2025Updated: 08:26 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে শুরু আইএসএল? আই লিগেরই ম্যাচ কবে? উত্তর পাওয়া যায়নি এখনও। বারংবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। পুরো বিষয়টিই যেন ‘তারিখ পে তারিখে’র আস্তানা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নীরব প্রতিবাদ জানালেন এফসি গোয়ার ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে গোয়ার ফুটবলাররা হাঁটু মুড়ে বসে পড়লেন।

Advertisement

বুধবার রাতে ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল তাজিকিস্তানের এফসি ইস্তিকললের। সেই ম্যাচ শুরুই হয় গোয়ার ফুটবলারদের এহেন নজিরবিহীন প্রতিবাদ দিয়ে। ভারতীয় ফুটবলের সংকটকালে গোয়ার এমন প্রতিবাদ নজর কেড়েছে। কেন হাঁটু মুড়ে বসে পড়েছিলেন ফুটবলাররা? সোশাল মিডিয়ায় এফসি গোয়ার তরফে লেখা হয়, 'চ্যাম্পিয়ন্স লিগ ২-এর এফসি ইস্তিকলল ম্যাচ শুরুর আগে কয়েক সেকেন্ডের জন্য গোয়ার ফুটবলাররা ম্যাচে অংশ নেননি। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অচলাবস্থা চলছে। সেই ছবি তুলে ধরার জন্যই এটা করা হয়েছে।'

গোয়ান ক্লাব আরও লিখেছে, 'ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার মুখোমুখি, তা তুলে ধরতেই এ কাজ করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু - কাউকেই অসম্মান বা অশ্রদ্ধা জানাতে এটা করা হয়নি। সকলকেই আমরা সমীহর নজরে দেখি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা কিংবা তার অংশীদারদের অসম্মান করাও আমাদের লক্ষ্য নয়। ভালো কিছু করার আশা থেকেই এহেন আচরণ।'

রেফারি যখন খেলা শুরুর বাঁশি বাজালেন, তখন দেখা গেল গোয়ার ফুটবলাররা এক হাতে ভর রেখে হাঁটু মুড়ে বসে পড়েন। কয়েক সেকেন্ড পর অবশ্য উঠে দাঁড়িয়ে ফুটবলাররা খেলার চালিয়ে যান। রেফারি থেকে বিপক্ষ দলের ফুটবলাররা, এমনকী মাঠের উপস্থিত সমর্থকরাও সেই সময় বুঝতে পারছিলেন না, গোয়ার ফুটবলার কেন এমন করছেন? প্রসঙ্গত, ৮ মিনিটের মধ্যে স্প্যানিশ ফুটবলার দেজান দ্রাজিকের গোলে এগিয়ে এগিয়েও শেষ পর্যন্ত ১-২ গোলে হারতে হয়েছে গোয়াকে।

উল্লেখ্য, বুধবারই দলগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে কিছুটা হলেও সুরাহা মিলেছে। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রেই সমাধানের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারংবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি।
  • পুরো বিষয়টিই যেন ‘তারিখ পে তারিখে’র আস্তানা হয়ে যাচ্ছে।
  • এই পরিস্থিতিতে নীরব প্রতিবাদ জানালেন এফসি গোয়ার ফুটবলাররা।
Advertisement