shono
Advertisement
Alipurduar

ট্যাংরার পর আলিপুরদুয়ার, একই পরিবারের ৩ জনের মৃত্যুতে রহস্য

কীভাবে মৃত্যু হল তাঁদের, তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 01:35 PM Mar 03, 2025Updated: 02:57 PM Mar 03, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: ট্যাংরা, মধ্যমগ্রামের পর আলিপুরদুয়ার। মাদারিহাটে বাড়ি থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার। কীভাবে মৃত্যু হল তাঁদের, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে শংসাপত্র পুড়িয়ে দেয় ওই পরিবারের এক সদস্য। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন তাঁরা, তা স্পষ্ট নয়। 

Advertisement

জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহুত বিনোদ ওরাও। তাঁর স্ত্রী সোমবার সকালে দুটি ঘরে তিনজনের ঝুলন্ত দেহ দেখতে পান। মৃতেরা হলেন বিবি ওরাও, রবি ওরাও এবং বিবেক ওরাও। বছর বাহান্নর রবি এবং বছর তিরিশের বিবি সম্পর্কে মা ও ছেলে। বিবেক বিনোদের একমাত্র সন্তান। বিনোদের দাবি, রবিবার রাতে একসঙ্গে খাওয়াদাওয়াও করেন তাঁরা। পারিবারিক অশান্তি ছিল না বলেও দাবি তাঁর। প্রাথমিকভাবে অনুমান, মা বিবি এবং ভাইপো বিবেককে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বিবেক।

বাড়ির সামনে থেকে বেশ কিছু পরিমাণ ছাই পাওয়া গিয়েছে। পরিবারের দাবি, বিবেক তাঁর সমস্ত শংসাপত্র পুড়িয়ে দেন। চাকরি পাচ্ছিলেন না বলে সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন বিবেক। সে কারণে চরম সিদ্ধান্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস যদিও এখনই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু নিয়ে কিছু বলেননি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্যাংরা, মধ্যমগ্রামের পর আলিপুরদুয়ার।
  • মাদারিহাটে বাড়ি থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার।
  • কীভাবে মৃত্যু হল তাঁদের, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement