দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত ভোট মিটলেও ভাঙড়ে জারি অশান্তি। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে আরাবুলপুত্র হাকিমুল বেশ কয়েকবার হুমকি পেয়েছেন বলে অভিযোগ। তার জেরে এবার তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী হাকিমুল ইসলামের সঙ্গে থাকবেন।
সারাবছরই প্রায় উত্তপ্ত থাকে ভাঙড়। বোমা-গুলি লেগেই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিননী মোতায়েনের পরেও রোখা যায়নি প্রাণহানি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোট ‘হিংসা’ নিয়ে বলতে গিয়ে ভাঙড়ের কথা উল্লেখ করেন।
[আরও পড়ুন: ‘ইসলামই আমার জীবনে শান্তি এনে দিয়েছে’, ধর্ম বদল নিয়ে মুখ খুললেন এ আর রহমান]
আরাবুলপুত্র হাকিমুলের দাবি, ভোটের পরে বারবার হুমকি পাচ্ছেন তিনি। প্রাণহানির আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। তাই রাজ্য প্রশাসনের তরফে হাকিমুলকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাক্ষণ একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী হাকিমুলকে নিরাপত্তা দেবেন। এদিকে, ইতিমধ্যেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় এনে নতুন ডিভিশন চালু সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ভাবনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ভাঙড়ে যান কলকাতা পুলিশের আধিকারিকরা।
