shono
Advertisement
Bhangar

ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে অস্ত্রের কোপ! ঘটনাস্থলে সিপি 

সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Published By: Subhankar PatraPosted: 08:51 AM Jul 11, 2025Updated: 10:17 AM Jul 11, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি।  ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার চালতা বেড়িয়া এলাকায়।

Advertisement

মৃত তৃণমূল নেতার নাম রাজ্জাক খাঁ (৩৮)। তিনি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন। রজ্জাকের বাড়ি ভাঙড় বাজারের মরিচা এলাকায়। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক থেকে বাড়ি ফেরার সময় খুন হন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর তিনটি গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার খবর পেয়ে আসে কাশিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কে বা কারা রাজ্জাককে কেন খুন করল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এটি রাজনৈতিক খুন বলে দাবি করে বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, "আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই রাজনৈতিকভাবে না পেরে এখন খুনের রাজনীতি শুরু করেছেন নওশাদ সিদ্দিকী।" আইএসএফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ সূত্রের খবর, একসময় আরাবুল ইসলামরে সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও ইদানীং রাজ্জাক বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। খবর পেয়েই  ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। তিনি সব কিছু খতিয়ে দেখেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা।
  • দলীয় বৈঠক সেরে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি।
  • বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার চালতা বেড়িয়া এলাকায়।
Advertisement