shono
Advertisement

Breaking News

Sayantika Banerjee

'SIR শুনানিতে হাজারও বিভ্রান্তি', কমিশনকে দুষে তোপ সায়ন্তিকার

তাঁর স্পষ্ট অভিযোগ, কবে, কখন, কোথায়, কাদের হিয়ারিং হচ্ছে কিছুই জানানো হচ্ছে না।
Published By: Sayani SenPosted: 09:38 PM Dec 28, 2025Updated: 09:38 PM Dec 28, 2025

অর্ণব দাস, বারাকপুর: এসআইআরের শুনানি পর্বে 'নন কোঅপারেশন, নন কমিউনিকেশন'-এর অভিযোগ তুললেন বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, কবে, কখন, কোথায়, কাদের হিয়ারিং হচ্ছে কিছুই জানানো হচ্ছে না। প্রসঙ্গত, এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর গত শনিবার থেকে শুরু হয়েছে শুনানি পর্ব। মূলত নো ম্যাপিং এবং সন্দেহজনক ভোটারদের ডাকা হয়েছে শুনানিতে।

Advertisement

বরানগর বিধানসভা এলাকায় ২০২৫সালের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ২০ হাজারের বেশি। এসআইআর পর্বে বাদ গিয়েছে ৩১ হাজার ভোটারের নাম। ১৯হাজারের বেশি ভোটারকে ডাকা হয়েছে শুনানিতে। কিন্তু কবে, কোথায়, কাদের এই শুনানি হচ্ছে এই তথ্য অজানা বিধায়ক সায়ন্তিকার। এনিয়েই সরব হলেন তিনি। রবিবার বরানগর বিধানসভার ৫৪, ৫৪ ও ৫৬ নম্বর বুথের শুনানি চলছিল বনহুগলী হাই স্কুলে। এদিন।সকালে সেখানে চলে যান তিনি। তারপরই সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তুলে সায়ন্তিকা বলেন, "শুনানি নিয়ে অনেকগুলি বিভ্রান্তি আছে। কবে, কোথায়, কাদের হেয়ারিং এর কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। হেয়ারিংয় নিয়ে নন কোঅপারেশন, নন কমিউনিকেশন করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "বিগত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য চেয়ে পাইনি। আমাদের কাছে তথ্য থাকলে অসুস্থ, বয়স্ক ভোটারদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা আসা রাখব নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। কিন্তু এই অসহযোগিতার মধ্যে আমরা অন্য সংকেত পাচ্ছি। আমাদের দাবি, স্লট অনুযায়ী ভোটারদের নির্দিষ্ট শুনানির সময় দেওয়া হোক এবং শিডিউল, শুনানির স্থান ও কোন সময় কাদের হেয়ারিং সেই তথ্য আমাদের জানানো হোক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআরের শুনানি পর্বে 'নন কোঅপারেশন, নন কমিউনিকেশন'-এর অভিযোগ তুললেন বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর স্পষ্ট অভিযোগ, কবে, কখন, কোথায়, কাদের হিয়ারিং হচ্ছে কিছুই জানানো হচ্ছে না।
  • এসআইআর পর্বে বরানগরে বাদ গিয়েছে ৩১ হাজার ভোটারের নাম।
Advertisement