shono
Advertisement

Breaking News

‘আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে, কিন্তু CPM টেকনিক্যাল চোর’, ফের খোঁচা শোভনদেবের

তৃণমূল বিধায়কের মন্তব্যের নিন্দা করেছে বামেরা।
Posted: 01:55 PM Apr 09, 2023Updated: 01:55 PM Apr 09, 2023

অর্ণব দাস, বারাকপুর: বাম আমলের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ফের বেফাঁস শোভনদেব চট্টোপাধ্যায়। সভা থেকে বললেন, “আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে, সিপিএম (CPM) চুরি করেছে সাইন্টিফিক্যালি।” তৃণমূল বিধায়কের এই মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। নিন্দায় সরব বামেরা। 

Advertisement

রাজ্যজুড়ে এখন চর্চায় নিয়োগ দুর্নীতি। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী-সহ একাধিক আধিকারিক। এই পরিস্থিতিতে বামআমলের দুর্নীতি বারবার প্রকাশ্যে আনার চেষ্টা করছে তৃণমূল। তাঁদের কথায়, দুর্নীতিকে তারা সমর্থন করেন না তবে এমনটা বাম আমলেও হয়েছে। একাধিক নথি প্রকাশ্যে এনেছেন তাঁরা। উত্তর ২৪ পরগনার খড়দহের সভা থেকে আরও একবার সেটাই দাবি করলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee)। বললেন, “আমাদের লোকগুলো হাত পেতে টাকা নিয়েছে। দুর্নীতি বামেরাও করেছে। চাকরি ওরাও দিয়েছে। তবে সেটা খুব সাইন্টিফিক্যালি। কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের লোক নিয়েছে। তার বদলে মাসে মাসে পার্টি অফিসে কমিশন নিত। ওরা টেকনিক্যাল চোর।”

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু ছেলের, কলেজ পড়ুয়াকে ‘বাঁচিয়ে’ রাখতে সাত অঙ্গ দান পরিবারের]

প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম নন, আরও অনেক তৃণমূল নেতা বাম আমলের দুর্নীতি নিয়ে। উদয়ন গুহ, তাপস চট্টোপাধ্যায়ের মতো নেতারা (যাঁরা একটা সময়ে সিপিএম নেতা ছিলেন) দাবি করেছেন, তাঁরা সিপিএমের দুর্নীতির সাক্ষী। তবে এসবকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বামেরা। বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: শক্তিগড় শুটআউট: ‘শুভেন্দু-দিলীপ সব জানত, রাজু ঝা খুনে কেন CBI চাইছে না?’, প্রশ্ন TMC নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement