shono
Advertisement

Udayan Guha: ‘রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব’, বিজেপিকে চ্যালেঞ্জ উদয়ন গুহর

উদয়ন গুহকে পালটা জবাব দিয়েছে বিজেপি।
Posted: 01:11 PM Aug 29, 2022Updated: 01:32 PM Aug 29, 2022

বিক্রম রায়, কোচবিহার: পৃথক উত্তরবঙ্গের দাবির বিরোধিতায় ফের সরব উদয়ন গুহ (Udayan Guha)। রক্ত দিয়ে বাংলা ভাগ রোখার ডাক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। অন্যের রক্ত ঝরানোর হুঁশিয়ারিও দেন তিনি। উদয়ন গুহকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

Advertisement

রবিবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার দাবিতে সুর চড়ান গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। সেই সময় একই মঞ্চে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই ইস্যুতেই বেশ কয়েকঘণ্টা পর সুর চড়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমার রক্ত দেব না। প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। এই কথাটা বিজেপি নেতাদের মাথায় রাখতে বলব। বাংলা ভাগ রুখতে গিয়ে আমার শরীরের রক্ত দেব আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে দু’জনেরই যাবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।”

[আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়]

এই মন্তব্যের মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গও তুলে ধরেন উদয়ন গুহ। কারণ, সেই সময় অভিষেকও পৃথক উত্তরবঙ্গের দাবির বিরোধিতায় সরব হয়েছিলেন। প্রয়োজনে নিজের রক্তবিন্দু দিয়ে বঙ্গভঙ্গ রোখার কথা জানিয়েছিলেন তিনি। তবে অভিষেকের প্রসঙ্গ তুললেও উদয়নের মন্তব্যকে হুঁশিয়ারি হিসাবে দাবি করে সমালোচনায় সরব বিরোধীরা। উদয়ন গুহকে পালটা জবাব দিয়েছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, “আমরা মানুষের দাবি তুলে ধরেছি। উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চনার শিকার। সাধারণ মানুষের বঞ্চনার কথা বলার পালটা যদি রক্ত ঝরানোর কথা বলেন মন্ত্রী তবে উত্তরবঙ্গের মানুষ তাঁকে যোগ্য জবাব দেবেন।”

উল্লেখ্য, এর আগে উত্তরবঙ্গের একঝাঁক বিজেপি নেতা-মন্ত্রী পৃথক উত্তরবঙ্গের দাবিতে সুর চড়ান। আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Saumitra Khan) গলায় শোনা যায় পৃথক জঙ্গলমহলের দাবি। যদিও বঙ্গভঙ্গের পক্ষে কখনওই সওয়াল করতে দেখা যায়নি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে।  

[আরও পড়ুন: রোজ পরপুরুষের সঙ্গে দেখা করেন স্ত্রী! সন্দেহের বশে দুই মেয়ের সামনে মহিলাকে ‘খুন’ স্বামীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার