shono
Advertisement
Cooch Behar

'ভূতের খেলা', অভিষেকের মতো 'মৃত' ভোটারকে পাশে নিয়ে কমিশনকে খোঁচা তৃণমূল সাংসদের

কমিশনের তালিকায় 'মৃত' বলে চিহ্নিত কোচবিহারের জহরা বিবি ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। তাঁর দাবি, 'আমি তো বেঁচে আছি, অথচ আমাকে ভোটার তালিকায় মৃত দেখানো হচ্ছে।'
Published By: Sucheta SenguptaPosted: 04:26 PM Jan 18, 2026Updated: 04:31 PM Jan 18, 2026

রাজ্যে এসআইআরের কাজ চলাকালীন একাধিক ভুলত্রুটির নজির সামনে এসেছে। কোথাও ভোটারদের নামে বানান ভুল, কোথাও জীবিত ভোটারকে 'মৃত' বলে চিহ্নিত করা - এমনই নানা বিভ্রান্তিমূলক কার্যকলাপ চলছে। তাই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশনের এই পদ্ধতিকে আগেই নিতান্ত 'যান্ত্রিক' বলে ব্যাখ্যা দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জেলার একাধিক জনসভায় কমিশনের তালিকায় 'মৃত' ভোটার বলে চিহ্নিত ব্যক্তিদের খুঁজে বের করে র‌্যাম্পে হাঁটিয়েছেন। তোপ দেগেছেন কমিশনের বিরুদ্ধে। এবার তাঁকে অনুসরণ করেই কোচবিহারে এমন এক 'মৃত'কে পাশে নিয়েই সোচ্চার হলেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া।

Advertisement

সিতাই বিধানসভার ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের এক বয়স্ক মহিলাকে কমিশনের ভোটার তালিকায় 'মৃত' বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার কেন্দ্রে ৬/২৯ নম্বর বুথের বাসিন্দা জহরা বিবি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি 'মৃত'। অথচ জহরা বিবি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। এই খবর প্রকাশ্যে আসতেই রবিবার ওই বৃদ্ধার সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। রবিবার দুপুরে জহরা বিবি নামে ওই বৃদ্ধাকে পাশে নিয়েই কমিশনকে কড়া ভাষায় তোপ দাগলেন তিনি। এভাবে জীবিতকে 'মৃত' বলে দাগিয়ে দেওয়া নিয়ে তাঁর মন্তব্য, ''এটা নির্বাচন কমিশনের ভূতের খেলা।''

সিতাইয়ের জহরা বিবি কমিশনের তালিকায় 'মৃত'। ছবি: বিশ্বদীপ সাহা

সাংসদের পাশে দাঁড়িয়ে জহরা বিবি নিজেই অভিযোগ করেন, "আমার ভোটার কার্ডটি আগেই হারিয়ে গিয়েছিল। আমি অন্য রাজ্যে শ্রমিকের কাজ করি। কিন্তু আমি তো বেঁচে আছি, অথচ আমাকে ভোটার তালিকা থেকে মৃত দেখানো হচ্ছে।" তবে এ ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানো বা মৃত ব্যক্তির নাম থাকার মতো ঘটনা আগেও বিভিন্ন জায়গায় হয়েছে, যা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement