সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই আজ রবিবার ঐতিহাসিক সিঙ্গুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা। কিন্তু সেই সভামঞ্চে থাকছেন না দিলীপ ঘোষ। আজ, সিঙ্গুরে থাকার জন্য পার্টির তরফে থেকে তিনি ডাক পাননি বলেই খবর। তার বদলে কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর জন্য দলের তরফে বলা হয়েছে দিলীপকে। দিলীপ ঘোষ অবশ্য প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আজ বিকেলে উপস্থিত থাকবেন বিমানবন্দরে।
আজ সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কি না তা নিয়ে চর্চা চলছিল দলের মধ্যেই। পদ্ম শিবিরের খবর, দিলীপ বিরোধী শিবির অবশ্য চাইছে না দিলীপকে মোদির সভা মঞ্চে রাখতে।
আজ রবিবার শুধু নয়, গতকাল শনিবার মালদহে প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। তিনি সল্টলেক পার্টি অফিসে ছিলেন। কিন্তু আজ রবিবার সিঙ্গুরে শমীক-সুকান্ত-শুভেন্দুদের সঙ্গে মোদির মঞ্চে দিলীপ ঘোষকেও রাখা হোক, এমনটা চেয়েছিলেন বঙ্গ বিজেপির আদি শিবির।
বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে এবার প্রধানমন্ত্রীর মঞ্চে রাখা হোক বলে দাবি দিলীপ অনুগামীদেরও। কিন্তু আজ রবিবারও সিঙ্গুরে মোদির সভায় ব্রাত্যই থাকছেন বঙ্গ বিজেপির 'দাবাং' নেতা দিলীপ ঘোষ।
