shono
Advertisement
Arjun Singh

নৈহাটির তৃণমূল কর্মী খুনের নেপথ্যে অর্জুন সিং! এবার ভাটপাড়া পুরসভার গেটে পড়ল পোস্টার

বিষয়টিকে আমল দিতে রাজি নয় বিজেপি।
Published By: Paramita PaulPosted: 04:31 PM Feb 04, 2025Updated: 04:31 PM Feb 04, 2025

অর্ণব দাস, বারাকপুর: নৈহাটির তৃণমূল কর্মীর খুনের নেপথ্যে অর্জুন সিং! এবার এই মর্মে পোস্টার পড়ল ভাটপাড়ায়। সোমবারই নৈহাটি ছেয়ে গিয়েছিল এই পোস্টারে। এবার 'অর্জুন গড়ে'ই বিরাট বিরাট ব্যানার, হোর্ডিং, পোস্টার সাঁটাল তৃণমূল। যদিও বিষয়টিকে আমল দিতে রাজি নয় বিজেপি।

Advertisement

৩১ জানুয়ারি ভরদুপুরে খুন হন নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনাস্থলে দাঁড়িয়ে বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে নিশানা করে বারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে দাবি করেছিলেন, বিজেপি নেতা অর্জুন সিংয়ের মদতেই তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করা হল। তারপরেই সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চলে রাজনীতি। অর্জুন সিংকে অপরাধী বানিয়ে তৃণমূলের তরফ থেকে নৈহাটির বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়। এবার ভাটপাড়াতেও পড়ল পোস্টার। ভাটপাড়া পুরসভার গেটের সামনে দেখা গেল,' তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে অর্জুন সিং জবাব চাই, জবাব দাও' লেখা পোস্টার।

ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের ভাটপাড়া শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, "প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের ন্যক্কারজনক চেহারাটা দেখেছে মানুষ। তাই তাদের সাংসদ পার্থ ভৌমিক জিতেছেন। অর্জুনকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তবু তিনি যে খুনি রাজনীতি শুরু করেছেন সেই ঘটনায় জনসমক্ষে তুলে ধরতে পোস্টার লাগানো হয়েছে।" যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াংগু পাণ্ডে বলেন, "ওরা যত পোস্টার লাগাবে বিজেপি তত শক্তিশালী হবে। ওরা তৈরি থাকুক, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হওয়ার পর যে সন্ত্রাস গোটা শিল্পাঞ্চলে হয়েছে সেই ছবিও পোস্টারে তুলে ধরবে বিজেপি। আসল দোষীদের না ধরে প্রাক্তন সংসদ অর্জুন সিং ও বিজেপি নেতাকর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৈহাটির তৃণমূল কর্মীর খুনের নেপথ্যে অর্জুন সিং!
  • এবার এই মর্মে পোস্টার পড়ল ভাটপাড়ায়।
  • এবার 'অর্জুন গড়ে'ই বিরাট বিরাট ব্যানার, হোর্ডিং, পোস্টার সাঁটাল তৃণমূল।
Advertisement