shono
Advertisement
Mamata Banerjee

আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে মিছিলের কর্মসূচি ঘোষণা মমতার

সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন প্রতিবাদের রূপরেখা।
Published By: Sucheta SenguptaPosted: 04:49 PM Dec 20, 2024Updated: 05:10 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করছে শাসকদল তৃণমূল। সংসদের ভিতরে-বাইরে এনিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার বাংলাতেও উঠতে চলেছে প্রতিবাদের ঝড়, মিছিলেন নামতে চলেছে দল। শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন। আগামী ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে কলকাতা পুরসভার ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করবেন দলের নেতা, কর্মীরা।

Advertisement

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, 'আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।'

সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় থামছেই না। তৃণমূল আগেও এনিয়ে একাধিকবার সোশাল মিডিয়ায় সরব হয়েছে। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন সাংসদরা। বৃহস্পতিবার খ্রিস্টমাস কার্নিভালের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ''আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমি স্তম্ভিত।'' আর শুক্রবার তিনি দলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে দিলেন। সোমবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত মিছিল হবে কলকাতার প্রতিটি ওয়ার্ডে, রাজ্যের প্রতি ব্লকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল।
  • ২৩ ডিসেম্বর দুপুরে কলকাতার প্রতিটি ওয়ার্ড, রাজ্যের ব্লকে ব্লকে মিছিল।
  • সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে কর্মসূচির কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Advertisement