shono
Advertisement

কল্যাণীর সমবায় সমিতির নির্বাচনেও সবুজ ঝড়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

আবির খেলায় মাতলেন কর্মীরা।
Published By: Tiyasha SarkarPosted: 02:41 PM Jul 29, 2025Updated: 02:41 PM Jul 29, 2025

সুবীর দাস, কল্যাণী: এবার কল্যাণীর সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনের সবকটিতেই জয়ী তৃণমূল। ফলাফল প্রকাশিত হতেই আবির খেলায় মাতলেন কর্মীরা।

Advertisement

দীর্ঘ ৬ বছর পর নদিয়ার চাকদহ বিধানসভার অন্তর্গত দি যশরা কো আপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ১২ টি আসনের কোনওটিতেই তৃণমল ছাড়া কোনও দল প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। জয়ের পর স্বাভাবিকভাবেই এলাকায় উৎসবের আবহ। তৃণমূল সমর্থকরা আবির খেলায় মেতেছেন। চলছে মিষ্টি বিতরণ।

এবিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “এটি গণতন্ত্রের পরাজয়। সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল এমন জয় পেত না। এ এক চরম অনিয়ম এবং বেআইনি নির্বাচন।” প্রসঙ্গত, দীর্ঘদিন পর এই সোসাইটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবে ছিল আগ্রহ ও উত্তেজনা। অশান্তির আশঙ্কায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ। তবে শান্তিপূর্ণভাবেই ঘোষণা হয়েছে ফলাফল। ছাব্বিশের নির্বাচনের আগে আরও এক সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় কর্মী-সমর্থকদের মনোবল যে আরও বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্ত, গত কয়েকমাসে রাজ্যে যে কটি সমবায় সমিতিতে নির্বাচন হয়েছে, তার বেশিরভাগেই জিতেছে তৃণমূল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কল্যাণীর সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়।
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনের সবকটিতেই জয়ী তৃণমূল।
  • ফলাফল প্রকাশিত হতেই আবির খেলায় মাতলেন কর্মীরা।
Advertisement