shono
Advertisement
Kultali

কুলতলিতে সবুজ ঝড়, ৩০ বছর পর ভুবনখালি সমবায় সমিতির ভোটে জয়ী TMC

এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল।
Published By: Sayani SenPosted: 12:52 PM Mar 03, 2025Updated: 12:52 PM Mar 03, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড়। এবার ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে। টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক শিবির।

Advertisement

কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। প্রতিটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল শাসক শিবির। তবে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ঘাসফুল শিবির। বিপুল জয়ে স্বাভাবিকভাবে খুশি তৃণমূল। রবিবার সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা।

চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালি বলেন, "এখন রাজ্যে বিরোধী বলে আর কেউ নেই। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভই এখন আমাদের লক্ষ্য।" বামেদের তোপ দেগে তিনি আরও বলেন, "এই সমবায় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। এতদিন ধরে ওরা দুর্নীতি করে জিতেছে। এখন ওদের নির্বাচনে লড়াই করার সাহসও নেই।" এই বিষয়ে যদিও বামেদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু কুলতলিই নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তবে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হয়েছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড়।
  • এবার ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে।
  • টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক শিবির।
Advertisement