shono
Advertisement

পাথর দিয়ে মাথা থেঁতলে খুন তৃণমূল কর্মীকে, গ্রেপ্তার ২ বিজেপি কর্মী

বীরভূমে ফের রাজনৈতিক হিংসা।
Posted: 01:12 PM Dec 21, 2023Updated: 03:16 PM Dec 21, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে ফের রাজনৈতিক হিংসা। পাথর দিয়ে থেঁতলে খুন করা হল তৃণমূল কর্মীকে। কাঠগড়ায় বিজেপি কর্মীরা। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হবে।

Advertisement

বুধবার রাত সাড়ে নটা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকড়তলা থানার পশ্চিম বড়কলা গ্রামের অজয় নদীর চর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁকে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তির নাম শেখ মাতিন বয়স। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি পশ্চিম বড়তলা গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে মাতিনকে।

[আরও পড়ুন: কাকভোরে বাদশা-বন্দনা, ‘ডাঙ্কি’র শোয়ে হলে পুড়ল দেদার আতসবাজি, ‘লুট পুট গয়া’ শাহরুখ ভক্তরা]

মৃতের মেয়ে জানিয়েছেন, গতকাল রাতে মাতিনের বাড়িতে বৈঠক ছিল। তার পরই একটি ফোন আসে। নদীর পাড়ে যাচ্ছেন বলে বেরিয়ে যান। এর পর ফিরে আসেননি তিনি। তাঁর আরও অভিযোগ, বিজেপির কয়েকজন মিলে মাতিনকে মারধর শুরু করে। এমনকী, ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। এই ঘটনায় রাতেই শেখ শাকিব ও শেখ রাজমতকে গ্রেপ্তার করে কাঁকড়তলা থানার পুলিশ। দুজনেই বিজেপি করে বলে খবর। 

 

[আরও পড়ুন: ভিডিও না তুললে…! উপরাষ্ট্রপতির ‘মিমিক্রি’ বিতর্কে ঘুরিয়ে রাহুলকেই কাঠগড়ায় তুললেন মমতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার