shono
Advertisement
Siliguri

তিনদিন ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা, শিলিগুড়ি-সিকিম যোগাযোগে হয়রানি

রাস্তা বন্ধে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা।
Published By: Suhrid DasPosted: 06:25 PM May 14, 2025Updated: 06:25 PM May 14, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: মেরামতের জন্য আজ বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে তিনদিন ৯ ঘণ্টা করে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের 'লাইফ লাইন' হিসেবে পরিচিত এই জাতীয় সড়কপথ। তিনদিন পুরোপুরি বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। একদিন ব্যবধানে ১৯ মে পর্যন্ত ওই নির্দেশ বহাল থাকবে। এর আগে ৯ মে থেকে দু'ঘন্টা কাজের পর এক ঘন্টা পর্যটকদের গাড়ি চলাচলের জন্য ছাড় দিয়ে মেরামতের কাজ চলেছে। এবার ১৫ মে বৃহস্পতিবার থেকে একদিন অন্তর সকাল ন'টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ রেখে তিনদিন জাতীয় সড়ক মেরামতের কাজ চলবে।

Advertisement

ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দফায় ৯ মে থেকে ১১ মে এবং দ্বিতীয় দফায় ১৩ মে থেকে ১৫ মে দশ নম্বর জাতীয় সড়কের সেভক থেকে রংপো পর্যন্ত ৫২ কিলোমিটার দীর্ঘ অংশ বন্ধ রেখে কাজ চলছে। রাস্তা বন্ধের সময় সকাল ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে সকাল ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা, বিকেল ২টা থেকে বিকেল ৪টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা। প্রতি দু'ঘন্টা অন্তর এক ঘন্টা ছাড়ের সময় শুধুমাত্র পর্যটকদের গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে। ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে সকাল ন'টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনও ছাড় থাকছে না। প্রশাসনের তরফে ওই দিনগুলোতে গরুবাথান হয়ে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ভরা পর্যটন মরশুমে মেরামতের জন্য ১০ নম্বর জাতীয় সড়কের সেভক থেকে রংপো পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে প্রমাদ গুনছে সিকিম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যে সিকিম প্রশাসনের কর্তাদের স্মারকলিপি দিয়ে বলা হয়েছে, এসময় সড়ক বন্ধের খবর পেয়ে পর্যটকরা বুকিং বাতিল করছে। এর ফলে পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতি হবে। সিকিম হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ওই বিষয়ে সিকিমের রাজ্যপাল এবং সিকিমের মুখ্য সচিবের সঙ্গেও দেখা করে রাতে মেরামতের কাজ করার আর্জি রেখেছেন। কিন্তু পুরোদস্তুর বৃষ্টি চলছে সেখানে। ফলে সিকিম হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের আর্জিতে সাড়া দেওয়া ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষে সম্ভব হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেরামতের জন্য আজ বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে তিনদিন ৯ ঘণ্টা করে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক।
  • শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের 'লাইফ লাইন' হিসেবে পরিচিত এই জাতীয় সড়কপথ।
  • তিনদিন পুরোপুরি বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন।
Advertisement