shono
Advertisement

Breaking News

Train

দিনের পর দিন লেট ট্রেন! ক্ষোভে ফুলেশ্বরে অবরোধ নিত্যযাত্রীদের, ব্যাহত পরিষেবা

ট্রেন দেরিতে চলায় সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন না যাত্রীরা, এমনটাই দাবি তাঁদের।
Published By: Subhankar PatraPosted: 01:49 PM Nov 13, 2024Updated: 06:34 PM Nov 13, 2024

সুব্রত বিশ্বাস ও মনিরুল ইসলাম: হাওড়ার ফুলেশ্বর স্টেশনে ট্রেন অবরোধ। প্রায় প্রতিদিন লোকাল ট্রেন দেরিতে চলে, এই অভিযোগে বুধবার সকালে হাওড়া-খড়গপুর শাখার ফুলেশ্বরে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা। সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু হয়। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ১২টা নাগাদ অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে একাধিক স্টেশনে পর পর দাঁড়িয়ে যায় ট্রেন। এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর।

Advertisement

নিত্যযাত্রীদের অভিযোগ, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকে দেরিতে চলছে। এছাড়াও টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতেও অনেকটা দেরি হয়। তার জেরে সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন না যাত্রীরা, এমনটাই দাবি তাঁদের।

তাছাড়া ট্রেন দেরিতে অন্তিম স্টেশন হাওড়া পৌঁছনোর পরে পরবর্তী যাত্রায় আরও দেরি হয়ে যায়। সব মিলিয়ে অতিরিক্ত বিলম্বের কারণে সমস্যায় পড়ছেন যাত্রীরা, এমনটাই দাবি। 'বিরক্ত' নিত্যযাত্রীদের একাংশই ট্রেন অবরোধ করেন বুধবার। যদিও রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় লাইন মেরামতির কাজ চলছে। ফলে লোকাল ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ার ফুলেশ্বরে ট্রেন অবরোধ। প্রায় প্রতিদিন লোকাল ট্রেন দেরিতে চলে!
  • এই অভিযোগে বুধবার সকালে হাওড়া-খড়গপুর শাখার এই স্টেশনে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা।
  • সকাল ১০টা ৪০মিনিট থেকে অবরোধ শুরু হয়। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ১২টার সময় অবরোধ তুলে নেন যাত্রীরা।
Advertisement