shono
Advertisement
Train

মাঝেরহাটে সিগন্যাল বিভ্রাট, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে বিপত্তিতে দুশ্চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা।
Published By: Sayani SenPosted: 09:43 AM Mar 03, 2025Updated: 10:14 AM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাটে সিগন্যাল বিভ্রাট। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সিগন্যালিংয়ের বিভ্রাট নজরে পড়ে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। মাঝেরহাট, আলিপুর, বজবজ, টালিগঞ্জের মতো একের পর এক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। একে তো সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। তার উপর আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিন। তার ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তিত পড়ুয়া ও অভিভাবকরা।

Advertisement

রেলের তরফে অবশ্য জানানো হয়, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে তা সত্ত্বেও বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করেন অনেকেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, আধঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে ধীরগতিতে চলছে ট্রেন। চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। 

উল্লেখ্য, সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। চলতি বছর ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিচ্ছে।যদিও তা গত বছরের তুলনায় কিছুটা কম। আবার এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে SFI। তার ফলে যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজর পুলিশের। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝেরহাটে সিগন্যাল বিভ্রাট।
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে বিপত্তিতে দুশ্চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা।
Advertisement