shono
Advertisement
Barrackpore

নৈহাটিতে নৃশংস হত্যাকাণ্ডের পরই বদলি বারাকপুরের পুলিশ কমিশনার, নতুন দায়িত্বে কে?

এই বদলি রুটিনমাফিক বলেই দাবি রাজ্য পুলিশের।
Published By: Sucheta SenguptaPosted: 05:02 PM Feb 01, 2025Updated: 05:27 PM Feb 01, 2025

নব্যেন্দু হাজরা ও অর্ণব দাস: নৈহাটিতে দিনেদুপুরে রাস্তার মাঝে তৃণমূল কর্মীর নৃশংস খুনের ২৪ ঘণ্টা না কাটতেই বদলি করা হল বারাকপুরের পুলিশ কমিশনার। অলোক রাজোরিয়ার বদলে এবার বারাকপুরের নতুন সিপির দায়িত্ব পেলেন অজয় কুমার ঠাকুর, কারা বিভাগের ডিআইজি। আর অলোক রাজোরিয়াকে পাঠানো হল ট্রাফিক বিভাগে। সেখানকার ডিআইজি-র দায়িত্ব পেলেন তিনি। আর ট্রাফিক বিভাগ থেকে এসপি পদমর্যাদার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বদলি করা হল CO, SAP-তে। এই বদলি রুটিনমাফিক বলেই দাবি রাজ্য পুলিশের। তবে বিশেষজ্ঞ মহলে গুঞ্জন, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর সিপির ভূমিকা দেখেই বদলির সিদ্ধান্ত।

Advertisement

রদবদল নিয়ে রাজ্য পুলিশের বিজ্ঞপ্তি।

শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরের টোটো করে যাওয়ার সময় দুষ্কৃতীদের বলি হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। তাঁকে থেঁতলানোর পর গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার সঙ্গে সঙ্গে তদন্তে নামে বারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি জানান, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় সন্তোষ যাদবকে। স্থানীয় বিধায়ক গুলির তথ্য তুলে ধরলেও পুলিশ কমিশনার দাবি করেন, গুলিচালনার ঘটনা ঘটেনি। থেঁতলেই খুন করা হয়েছে। আর এখানেই ঘটনা নিয়ে উঠে আসে দ্বিমুখী তথ্য। সংশয়ে পড়েন তদন্তকারীরা।

এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বদলির নির্দেশ এল রাজ্য পুলিশের তরফে। জানা গিয়েছে, বারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে অলোক রাজোরিয়াকে পাঠানো হয় ট্রাফিক বিভাগের ডিআইজি পদে। তাঁর বদলে বারাকপুরের আইশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় অজয় কুমার ঠাকুরকে। তিনি ছিলেন কারা বিভাগের ডিআইজি। দ্রুতই তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ভার নিতে হবে বলে নির্দেশ রাজ্য পুলিশের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ২৪ ঘণ্টার মধ্যেই বদলি পুলিশ কমিশনার।
  • অলোক রাজোরিয়ার বদলে নতুন দায়িত্বে অজয় কুমার ঠাকুর।
  • যদিও এই বদলি রুটিনমাফিক বলেই দাবি রাজ্য পুলিশের।
Advertisement