shono
Advertisement
Jalpaiguri

বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী! জলপাইগুড়িতে গ্রেপ্তার ২

অর্ধনগ্ন অবস্থায় যুবতী রাস্তায় বেরিয়ে সাহায্য চান।
Published By: Sucheta SenguptaPosted: 09:25 PM Nov 27, 2025Updated: 09:33 PM Nov 27, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: বান্ধবীর বাড়ি বেড়াতে এসে চরম দুঃসহ অভিজ্ঞতা - গণধর্ষণের শিকার হলেন যুবতী। জলপাইগুড়ির বেলাকোবার শিকার চা বাগান সংলগ্ন কেবলপাড়া এলাকার ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের আদালতে পেশ করলে বিচারক দু'দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেয়ে রাতেই স্থানীয় দুই যুবক কে গ্রেপ্তার করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, ডুয়ার্সের বানারহাটের চা বাগান এলাকার বাসিন্দা বছর উনিশের ওই যুবতী বুধবার বিকেলে বেলাকোবা র শিকারপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসে।সন্ধ্যায় পেটে যন্ত্রণা হয় তাঁর। বান্ধবীকে ঘরে রেখে আরেকজন বেলাকোবা বাজারে ওষুধ আনতে যান।সেই সময় গামছায় মুখ বেঁধে হানা দেয় দুই যুবক। যুবতীকে তুলে নিয়ে দেড়শো মিটার দূরে শিকারপুর চা বাগানের ২ নম্বর লাইনে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর যুবতীকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। অর্ধনগ্ন অবস্থায় সেখান থেকে উঠে এসে আশপাশের মানুষের সাহায্য চান যুবতী।

Advertisement

খবর পেয়ে পুলিশ গিয়ে যুবতী কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।জলপাইগুড়ি র পুলিশ সুপার উমেশ খন্ড বহালে জানান, রাতেই অভিযুক্ত দুই যুবক- বছর তেইশের অমিত ওরাও এবং ৩০ বছরের গোলাপ ভুমিজকে গ্রেপ্তার করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়। পাশাপাশি তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেয় পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই যুবককে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়ে ছিলো পুলিশ।বিচারক দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বান্ধবীর বাড়ি গিয়ে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ২।
  • জলপাইগুড়ির বেলাকোবার শিকার চা বাগান সংলগ্ন কেবলপাড়া এলাকার ঘটনা।
Advertisement