shono
Advertisement

খেলার পর স্নান করতে পদ্মায় নেমে মৃত্যু দুই কিশোরের, উদ্ধার এক নাবালক

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে এক কিশোর।
Posted: 09:06 PM May 17, 2023Updated: 09:06 PM May 17, 2023

শাহজাদ হোসেন, ফরাক্কা: পদ্মা নদীতে (Padma River) স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। স্থানীয় এক যুবকের তৎপরতায় প্রাণে বাঁচল আরো এক কিশোর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা ঘাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোররা হল ফারিক হোসেন (১২) ও রাহিদুল শেখ (১২)। বাড়ি জঙ্গিপুর বরজে। উদ্ধার হওয়া কিশোরের নাম আরশাদ শেখ। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে-এদিন দুপুরে জঙ্গিপুর বরজের কয়েকজন কিশোর চরে ফুটবল খেলা শেষ করে মিঠিপুর ষষ্ঠীতলা ঘাটে পদ্মা নদীতে স্নান করতে নামে। স্নান করার সময় আচমকা তিন কিশোর পদ্মা নদীতে তলিয়ে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত এক যুবক তিন কিশোরকে পদ্মা নদীতে তলিয়ে যেতে দেখে নদীতে ঝাঁপ দিয়ে আরশাদ শেখকে উদ্ধার করতে সক্ষম হলেও নদীর স্রোতে তলিয়ে যায় ফারিক হোসেন ও রাহিদুল শেখ। ঘটনা জানাজানি হতেই ষষ্ঠীতলা ঘাটে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নিখোঁজ দুই কিশোরের সন্ধানে পদ্মা নদীতে তল্লাশি শুরু হয়। অবশেষে পদ্মার জলে ফারিক হোসেন ও রাহিদুল শেখের মৃতদেহ উদ্ধার হয়।

[আরও পড়ুন: ৩২ হাজার চাকরি বাতিল মামলার রায়দান স্থগিত, শুনানি শেষে ‘জয় বাংলা’ স্লোগান চাকরিহারাদের]

ঘটনার প্রত্যক্ষদর্শী যুবক মুর শেলিম শেখ জানান, জঙ্গিপুর বরজের কয়েকজন কিশোর এদিন দুপুরে পদ্মা নদীর চরে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা বলটি নিয়ে পদ্মা নদীতে স্নান করতে নামে। স্রোতের টানে বলটি পদ্মা নদীর পাড় থেকে দূরে ভেসে যেতে থাকলে কয়েকজন কিশোর ফুটবলটি ধরার চেষ্টা করে। জল থেকে বল ধরার চেষ্টা করতে গিয়ে তিন কিশোর তলিয়ে যেতে থাকে। স্থানীয় এক যুবকের বিষয়টি নজরে আসলে সে জলে ঝাঁপ দিয়ে আরশাদ শেখ নামে এক কিশোরের পা ধরে টেনে নদীর পাড়ে তুলে আনে। তবে অপর দু’জন কিশোর পদ্মার জলে তলিয়ে যায়। অবশেষে পদ্মা নদীর জল থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

[আরও পড়ুন: ৯ বছরের অপেক্ষার অবসান! দু’মাসের মধ্যে ৭১ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement