shono
Advertisement

Breaking News

Bagdah

বাগদার রোমিও! একসঙ্গে দুই জাকে নিয়ে পালাল পাড়ার ঠাকুরপো, তারপর...

থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।
Published By: Subhankar PatraPosted: 07:55 PM Sep 02, 2025Updated: 07:24 PM Sep 03, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দো ফুল এক মালি! একই পরিবারের দুই বধূকে নিয়ে পালালেন পাড়ার এক যুবক। তবে এই প্রথম নয়, আগেও দু'জনকে নিয়ে পালিয়ে ছিলেন এই যুবকই। এবার একসঙ্গে দুই জাকে নিয়ে পালাল গুণধর! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

Advertisement

বাগদার মালিদা গ্রামের শেখ পরিবার। দাদা-ভাই কয়েকবছর আগে বিয়ে করেন। তাঁদের সন্তানও রয়েছে। তাঁদের স্ত্রীরা পাড়ারই যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ছোট ভাই আনিসুর শেখের। অভিযোগ, চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে শ্বশুর-শাশুড়ি ও তিন কন্যা সন্তানকে বেহুঁশ করেন দুই বউ। অভিযোগ, বধূদের এই কাণ্ড ঘটাতে সাহায্য করেছেন তাঁদের 'প্রেমিক' আরিফ।

ছোট ভাই আনিসুর শেখ জানান, "আগেও আরিফ আমার স্ত্রী ও বড় বউদিকে নিয়ে পালিয়েছিল। বাচ্চাদের কথা ভেবে ওদের ফিরিয়ে আনি। এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা-মা ও বাচ্চাদের বেহুঁশ করে পালিয়েছে। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" অন্যদিকে, অভিযুক্ত যুবক আরিফও বিবাহিত। তাঁরও সন্তান রয়েছে। আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা বলেন, "আমি জানতাম স্বামীর সঙ্গে ওঁদের সম্পর্ক আছে। এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে। আমারও একটা জীবন আছে, আমার বাচ্চাদের জীবন আছে। আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দো ফুল এক মালি! একই পরিবারের দুই বধূকে নিয়ে পালালেন পাড়ার এক যুবক।
  • তবে এই প্রথম নয়, আগেও দু'জন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন।
  • এবার একসঙ্গে দুই বধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।
Advertisement