shono
Advertisement

জেলে ছক কষে খুন, অভিযোগে সিভিক ভলান্টিয়ারের উপর হামলা নিহত বন্দির পরিবারের

বন্দির পরিজনদের হামলায় ভাঙল পুলিশের গাড়ির কাচ৷ The post জেলে ছক কষে খুন, অভিযোগে সিভিক ভলান্টিয়ারের উপর হামলা নিহত বন্দির পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 PM Aug 24, 2019Updated: 02:35 PM Aug 24, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ময়নাতদন্তের নোটিস মৃতের বাড়িতে পৌঁছে দিতে গিয়ে আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও৷ আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের অবস্থা বেশ আশঙ্কাজনক৷ এই ঘটনায় আবারও নতুন করে উত্তপ্ত গড়িয়া৷ নরেন্দ্রপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ৷

Advertisement

[আরও পড়ুন: সন্তান প্রসব করতে ৪ ঘণ্টা কাঁধে চেপে সমতলে, আলিপুরদুয়ারের মেয়েকে কুর্নিশ নেটিজেনদের]

বেশ কয়েকদিন আগে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় কাজল দে নামে ওই ব্যক্তিকে৷  বারুইপুর সংশোধনাগারে বন্দি ছিল সে৷ গত বুধবার সন্ধেয় আচমকাই সংশোধনাগারের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে কাজল৷ তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অসুস্থতার তত্ত্ব যদিও মানতে নারাজ নিহতের আত্মীয়রা৷ তাঁদের দাবি, সংশোধনাগারে অত্যাচারেই মৃত্যু হয় কাজলের৷ এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই গড়িয়া নবগ্রাম রোড অবরোধ করে নিহতের পরিজনেরা৷ 

[আরও পড়ুন: ১১ বছর নিখোঁজ, তামিল যুবককে বাড়ি ফেরালেন হ্যাম রেডিও অপারেটররা]

শুক্রবার মিন্টু গাজি এবং নাসির আলি গাজি নামে দু’জন সিভিক ভলান্টিয়ার ওই নিহত বন্দির বাড়িতে যায়৷ ময়নাতদন্তের নোটিস তার পরিজনদের হাতে তুলে দেওয়াই লক্ষ্য ছিল সিভিক ভলান্টিয়ারদের৷ বন্দি কাজলকে সংশোধনাগারে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এই অভিযোগে সুর চড়াতে থাকে তারা৷ দুই সিভিক ভলান্টিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ মারধর করা হয় তাঁদের৷ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়৷ নিহত বন্দির পরিজনদের বিক্ষোভে ভেঙে যায় গাড়ির কাচও৷ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাদের৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় নিহত বন্দির পরিজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷

The post জেলে ছক কষে খুন, অভিযোগে সিভিক ভলান্টিয়ারের উপর হামলা নিহত বন্দির পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement