shono
Advertisement

বেড়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী গাড়ির, মৃত ২ পর্যটক

দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
Posted: 04:31 PM Jan 07, 2023Updated: 04:39 PM Jan 07, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বেড়াতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে উত্তর দিনাজপুর সীমানায় বিধাননগরের কাছে যাত্রীবোঝাই একটি গাড়ি লরিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত ২ জনই নদিয়ার বাসিন্দা। জখম আরও ৪ জন। তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College) চিকিৎসাধীন। তাঁদের পরিবারে খবর পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Advertisement

নদিয়া থেকে ৬ জনের একটি দল দার্জিলিং বেড়াতে যাচ্ছিল। চালক-সহ ৭ জন ছিলেন গাড়িতে। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির বিধাননগর এলাকার সইদাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি একটি লরির (Truck) পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে হাত লাগান উদ্ধারকাজে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন।

[আরও পড়ুন: অসুস্থতার কথা বলেও মিলল না রেহাই, SSC দুর্নীতিতে একমাস জেল হেফাজতে পার্থ-অর্পিতা-মানিক]

পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে ৪৪ বছরের গণেশ সরকার ও বছর বত্রিশের রানা চক্রবর্তীর। তাঁরা দু’জনই নদিয়ার বাসিন্দা। গাড়ির অন্যান্য যাত্রীরা একই পরিবারের সদস্য কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ আরও জানিয়েছে, যে লরিটিকে ধাক্কা মেরেছে ছোট গাড়িটি, সেই লরির চাকা ফেটে যাওয়ায় তা সেখানে দাঁড়িয়েছিল। লরিচালকের কাছ থেকে জানা যায়, মালদহ থেকে সেটি মাটিগাড়ি যাচ্ছিল। চাকা ফেটে যাওয়ায় তা বদলানোর জন্য দাঁড় করানো হয়েছিল। এরপরই ছোট গাড়িটি ধাক্কা দেয়। পুলিশ দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে। তবে দুর্ঘটনার জেরে বেড়ানোর আনন্দ বদলে গেল শোকে। 

[আরও পড়ুন: প্ল্যাটিনামে সম্মানিত বাংলার ‘দুয়ারে সরকার’, রাষ্ট্রপতির হাতে থেকে পুরস্কার নিলেন চন্দ্রিমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার