shono
Advertisement
Alipurduar

ফালাকাটা শহরে দলছুট দুই হাতি, তাণ্ডবে ঘুম ছুটল শহরবাসীর

হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।
Published By: Subhankar PatraPosted: 12:14 PM Jan 09, 2025Updated: 12:20 PM Jan 09, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: এবার আর গ্রাম নয়, আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ঢুকে পড়ল দুটি দলছুট হাতি। দাপিয়ে বেড়াল শহরের অলিগলি। যার জেরে হুলস্থুল কাণ্ড এলাকায়। ফালাকাটার অনেকের ঘুম ভাঙে হাতির ডাকের শব্দে। গজরাজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিরমি খাওয়ার হাল। হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকা ফালাকাটা শহরে ঢুকে পড়ে দলছুট দুটি হাতি। তাণ্ডব চালায় শহরের একাংশে। ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় তারা। তারপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে বলে খবর। এদিকে হাতির আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয় ফালাকাটা নম্বর টু এস পি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেখান থেকে সুভাষপল্লি এলাকায় ঘুরে বেড়ায় ওই দুটি হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ। পরে তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে হাতি দুটি।

তবে এই শহরে হাতিগুলি এল কী করে? বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দুটি জঙ্গল থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়ে। দপ্তরের তরফে এলাকার মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। জানা গিয়েছে, শহরে দাপিয়ে বেড়ানোর পর ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে হাতি দুটি। ঘটনাস্থলে রয়েছেন বনকর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার আর গ্রাম নয়, আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ঢুকে পড়ল দুটি দলছুট হাতি।
  • দাপিয়ে বেড়াল শহরের অলিগলিতে। যার জেরে হুলস্থুল কাণ্ড এলাকায়।
  • ফালাকাটার অনেকের ঘুম ভাঙে হাতির ডাকের শব্দে। গজরাজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিরমি খাওয়ার হাল বাসিন্দাদের।
Advertisement