shono
Advertisement
Jalpaiguri

জলপাইগুড়িতে চড়কের মেলায় বিপত্তি, বড়শি গেঁথে ঘোরার সময় ছিটকে পড়ে আহত ২

জোড়া দুর্ঘটনায় উৎসবের আনন্দে কিছুটা ভাটা পড়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 09:00 AM Apr 15, 2025Updated: 09:13 AM Apr 15, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: নববর্ষের প্রাক্কালে দুর্ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ির দুই এলাকা। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়কের মেলায় ঘুরতে গিয়ে বিপত্তি। সোমবার রাতে পিঠে বড়শি গেঁথে ঘোরার সময়ে পড়ে গিয়ে আহত হলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থায় স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

অন্যদিকে, সোমবার চড়কের পূজা নিয়ে যখন উচ্ছ্বাস চরমে, তখন বানারহাটের চানাডিপা এলাকায় ঘটে গেল আরও এক দুর্ঘটনা। সাইকেল-সহ চরকে ঘুরতে ঘুরতে পিঠের বড়শি ছিড়ে ঘটে গেল পড়ে গেলেন এক চড়ক ব্রতী। সোমবার রাতে উত্তর চানাডিপা এলাকার একটি কৃষি জমিতে চড়ক মেলা বসেছিল। তার পাশাপাশি চড়কে রীতি মেনে বড়শি গেঁথে ঘোরার সময় ঘটে যায় ভয়ংকর বিপত্তি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন উত্তর চানাডিপা এলাকায় একটি ফাঁকা কৃষি খেতে চড়ক মেলা বসে। সেই মেলায় বেশ কয়েকবার সাইকেল নিয়ে চড়কের ঘূর্ণিতে ঘুরছিলেন এক ব্যক্তি। সেই সময় আচমকাই বড়শি ছিড়ে ছিটকে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উৎসবে আনন্দ করতে গিয়ে এই জোড়া দুর্ঘটনায় কিছুটা ভাটা পড়েছে আনন্দে।

চৈত্র সংক্রান্তির সময় গ্রামবাংলায় এখনও চড়ক উপলক্ষে মেলা বসে। রীতি মেনে সেখানে পিঠে বড়শি গেঁথে ঘোরার 'খেলা'য় নামেন অনেকে। নিছক আনন্দের জন্য এই ঘোরা হলেও অনেক ঝুঁকি নিয়েই এই খেলায় অংশ নেন তাঁরা। আর উপযুক্ত নিরাপত্তা ছাড়া এধরনের আনন্দে মেতে উঠতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। সোমবার রাতে তেমনই ঘটল জলপাইগুড়ির দুই জায়গায়। তবে তা প্রাণঘাতী হয়ে ওঠেনি, এটাই যা স্বস্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চড়কের মেলায় বিপত্তি, জোড়া দুর্ঘটনা জলপাইগুড়িতে।
  • মেলায় ঘোরার সময় বড়শি থেকে ছিটকে আহত ২।
Advertisement