shono
Advertisement
Makar Sankranti

মকর সংক্রান্তিতে দুই জেলায় জোড়া মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে মৃত্যু নাবালকের, নিখোঁজ ২

নিখোঁজ কিশোরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 06:23 PM Jan 14, 2025Updated: 07:49 PM Jan 14, 2025

অসিত রজক ও সুদীপ বন্দ্যোপাধ্যায়: মকর সংক্রান্তির সকালে বন্ধুর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নানে নেমে ডুবে মৃত্যু হল এক নাবালকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। অপর বন্ধুকে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সে। অন্যদিকে, এদিন বিকালে দুর্গাপুরের অজয় নদে তলিয়ে যায় দুই কিশোর। তারা এখনও নিখোঁজ। তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বারকেশ্বরে তলিয়ে মৃত নাবালকের নাম রুদ্রনারায়ণ কুণ্ডু। বয়স ১৫ বছর। সে পাত্রসায়র থানার বালসি গ্রামের বাসিন্দা। অপরজন তার বন্ধু। জয়পুরে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে তারা। মঙ্গলবার সকালে দ্বারকেশ্বর নদের পরাশিয়ার ঘাটে স্নান করতে নামে দুই কিশোর। জলের টানে দুজই তলিয়ে যেতে থাকে। তা দেখতে পেয়ে ঘাটে থাকা অন্যান্যরা উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। উদ্ধার কাজে হাত লাগায় তারাও।

কিছুক্ষণ পরে স্থানীয় এবং পুলিশের চেষ্টায় তলিয়ে যাওয়া ২ বন্ধুকে উদ্ধার করা হয়। জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে রুদ্রনারায়ণকে মৃত বলে জানান চিকিৎসকরা। অন্যজনের চিকিৎসা চলছে। জয়পুর থানার এক আধিকারিক বলেন, "উদ্ধার করার পর ২ জনই জীবিত ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা রুদ্রনারায়ণকে মৃত বলে জানান।"

অন্যদিকে, দুর্গাপুরের অজয়ে স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটে সাড়ে চারটে নাগাদ। এখনও তাদের উদ্ধার করা যায়নি বলে খবর। নিখোঁজ দুই যুবকের নাম রাহুল মরাই ও শুভম মণ্ডল। তারা দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। 

এদিন তিন বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে আসে। দেবাশিস সান্যাল নামের তৃতীয় বন্ধু ঘাটেই দাঁড়িয়ে ছিল। সাঁতার না জানাায় রাহুলরা তলিয়ে যেতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কিশোরদের এখনও উদ্ধার করতে না পারায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পুণ্যার্থীরা। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল। তিনি বলেন, "ডুবুরি ও উদ্ধার দলকে জলে নামানো হয়েছে। উদ্ধারকার্য চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মকর সংক্রান্তির সকালে বন্ধুর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নানে নেমে  ডুবে মৃত্যু হল এক নাবালকের।
  • মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। অপর বন্ধুকে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সে।
  • অন্যদিকে, বিকেলে দুর্গাপুরের অজয় নদে তলিয়ে যায় দুই কিশোর। তারা এখনও নিখোঁজ। তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। 
Advertisement