shono
Advertisement
Bangladesh issue

বর্ধমানের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার! কড়া পদক্ষেপ পুলিশের

কোন ভিডিও ঘিরে বিতর্ক?
Published By: Paramita PaulPosted: 09:25 PM Dec 04, 2024Updated: 09:26 PM Dec 04, 2024

সৌরভ মাজি, বর্ধমান: এক যুগ ধরে মন্দিরেই থাকে কালী প্রতিমা। প্রতি বারো বছর অন্তর কালী প্রতিমা বিসর্জন করা হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের বিসর্জনের রীতিও অভিনব! প্রতিমাকে খণ্ড খণ্ড করে কাছের পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করা হয়। প্রতিমা খণ্ড করার সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলাদেশে মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলে অপপ্রচার শুরু হয়েছে। বিষয়টি জানার পর কড়া পদক্ষেপ করেছে পুলিশ।

Advertisement

সুলতানপুর গ্রামের কালীপ্রতিমা খণ্ড করার ভিডিও প্রথম টুইটারে (এক্স হ্যান্ডল) পোস্ট করেন জনৈক জিতেন্দ্র প্রতাপ সিং। যাঁকে ফলো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জিতেন্দ্র সামাজিক মাধ্যমে লিখেছেন, "বাংলাদেশের কালীমন্দিরে হামলা করেছে সেখানকার সংখ্যাগুরু লোকজন। কালীমূর্তি ভেঙে দেওয়া হয়েছে।" ইতিমধ্যে সেই ভিডিও এক মিলিয়নের বেশি লোকজন দেখেছেন। প্রায় ১০ হাজার বার রিপোস্ট হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়। এরপর সেই ভিডিও পোস্ট করেন জয় মাহাত নামে একজন। তিনিও একই দাবি করেন ফেসবুক পোস্টে। বুধবার জয় মাহাতর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "জিতেন্দ্র প্রতাপ সিংয়ের মতো বড় মাপের মানুষ পোস্ট করেছিলেন। তাই বিশ্বাস করে আমিও করেছি। এটা যদি ফেক হয় আমি পোস্ট মুছে দেবো।"

সামাজিক মাধ্যমের এই ভিডিও দেখে অবাক সুলতানপুর গ্রামের বাসিন্দরা। এখানকার বাসিন্দা মিঠুন ঘোষ বলেন, "আবার অবাক এই ঘটনায়। দুশো বছরের বেশি সময় ধরে এই রীতি রয়েছে। ১৩ ফুট উচ্চতার কালী প্রতিমা। ১২ বছর অন্তর বিসর্জন হয়। মূর্তিকে ভেঙে ভেঙে মন্দির থেকে বের করা হয়। তার পর পাশের পুকুরে বিসর্জন দেওয়া হয়। গত ২৬ নভেম্বর ওইভাবে প্রতিমা বিসর্জন হয়েছিল এবার। সেটাকেই অন্য জায়গার ঘটনা বলে অপ্রচার শুরু করেছে কোনও বিশেষ গোষ্ঠী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনাটি জানার পরই পদক্ষেপ করা হয়েছে। পোস্ট সরানো হয়েছে।" বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার মুখপাত্র সৌমরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, "যেহেতু দুই দেশের মধ্যে পরিস্থিতি অস্বাভাবিক জায়গায় রয়েছে সেখানে এই ধরনের পোস্ট করা উচিত নয়। না জেনে বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়ে থাকলে এটা অনুচিত কাজ হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক যুগ ধরে মন্দিরেই থাকে কালী প্রতিমা।
  • প্রতি বারো বছর অন্তর কালী প্রতিমা বিসর্জন করা হয়।
  • পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের বিসর্জনের রীতিও অভিনব!
Advertisement