সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। ওয়াকফ আন্দোলনের ক্ষেত্রেও অন্যথা হয়নি। মুর্শিদাবাদ থানায় অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি করেছেন এলাকার বহু মানুষ। এই উত্তাল পরিস্থিতিতে 'সিংঘম' রূপে ধরা দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুনকুমার দে। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর ভিডিও।

কিন্তু কেন? ঠিক কী বলেছেন তিনি? ওয়াকফ আইন নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের কয়েকটি জেলা রীতিমতো উত্তপ্ত। মুর্শিদাবাদে বহু দোকান, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বহু মানুষ ঘরছাড়া বলেই খবর। মুর্শিদাবাদের পাশাপাশি অশান্তি চলছে মালদহ, ভাঙড়ের কিছু অংশে। সম্প্রতি ভাঙড়ের একাধিক জায়গায় ওয়াকফ আইনের প্রতিবাদে জমায়েত করেন মুসলিমরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেদিনের একটা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভাঙড়ে জনতার ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক উর্দিধারী।
জানা গিয়েছে, ওই পুলিশকর্তা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুনকুমার দে। সকলকে তিনি বোঝাচ্ছেন, আন্দোলন মানেই ভাঙচুর, বাসে আগুন ধরিয়ে দেওয়া নয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কথা বলেন তিনি। এরপরই কার্যত হুঙ্কার ছেড়ে বুঝিয়ে দিলেন, প্রতিবাদের নামে অশান্তি পাকালে একেবারেই বরদাস্ত করা হবে না। বললেন, "চাকরি ছোট ব্যাপার, জান গেলেও যা করার করব।" ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
বর্তমান সময়ে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমজনতার। বহু ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ ওঠে। এসবের মাঝেই মিতুনবাবু সোশাল মিডিয়ায় রীতিমতো নায়ক হয়ে উঠেছেন। আন্দোলনের নামে ভাঙচুরের বিরুদ্ধে তাঁর সরব উপস্থিতি মন জিতেছে নেট ভুবনের।