shono
Advertisement
Uluberia

হাওড়ার পর উলুবেড়িয়া! জলের পাইপ লাইন ফেটে 'নির্জলা' পুরসভার একাধিক ওয়ার্ড

ওয়ার্ডগুলোতে জলের গাড়ি পাঠিয়ে সমস্যা মোকাবিলার চেষ্টা করেছে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ।
Published By: Subhankar PatraPosted: 05:37 PM Mar 26, 2025Updated: 05:47 PM Mar 26, 2025

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়ার পর উলুবেড়িয়া! জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় বিপাকে পড়ল উলুবেড়িয়া পুরসভা এলাকায় কমপক্ষে সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে আচমকা গরুহাটার কাছে পাইপ লাইন ফেটে গিয়ে জল বের হতে থাকে। দ্রুত কাজ শুরু হলেও সমস্যার সমাধান হয়নি। বুধবার সকাল থেকেই ওই ওয়ার্ডগুলি 'নির্জলা' থাকল। এর জেরে তীব্র জলসংকটে পড়েন কমপক্ষে সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ডগুলোতে জলের গাড়ি পাঠিয়ে সমস্যা মোকাবিলার চেষ্টা করেছে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ।

Advertisement

উলুবেড়িয়া পুরসভা এলাকায় ৩২টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের হয় জগদীশপুরে জল‌ প্রকল্প থেকে। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে আচমকা গরুহাটার কাছে পাইপ লাইন ফেটে যায়। হু হু করে জল বের হতে থাকে। খবর পেয়ে পুরসভার জলদপ্তরের ইঞ্জিনিয়াররা দ্রুত পাইপ লাইন মেরামতের কাজ শুরু করেন। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। সাতটি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয়। এর মধ্যে ২২, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে খারাপ।

যদিও চেয়ারম্যানের দাবি, মাত্র দুই-তিনটি ওয়ার্ডে জল সমস্যা হচ্ছে। জল সমস্যায় পড়া ওয়ার্ডগুলিতে পরিস্রুত জল সরবরাহের জন্য গাড়ি পাঠানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। এদিকে পাইপ লাইন সারানোর কাজ চলছে জোর কদমে। কাজ পরিদর্শন করতে আসেন পুরসভার চেয়ারম্যান অভয় দাস এবং জলদপ্তরের চেয়ারম্যান পরিষদ আকবর শেখ। পুরসভার চেয়ারম্যান বলেন, "পাইপ লাইন মেরামতের কাজ চলছে। জলের গতি কম থাকায় সব জায়গায় জল পৌঁছচ্ছে না। বুধবার সন্ধ্যা থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ার পর উলুবেড়িয়া! জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় বিপাকে পড়ল উলুবেড়িয়া পুরসভা এলাকায় কমপক্ষে সাতটি ওয়ার্ডের বাসিন্দারা।
  • মঙ্গলবার বিকেলে আচমকা গরুহাটার কাছে পাইপ লাইন ফেটে গিয়ে জল বের হতে থাকে।
  • দ্রুত কাজ শুরু হলেও সমস্যার সমাধান হয়নি। বুধবার সকাল থেকেই ওইসব 'নির্জলা' থাকল।
Advertisement