অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাজ্যজুড়ে বেজে গেল পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) দামামা। প্রায় দু’ দশক পর এবার পাহাড়েও (Hill)হতে চলেছে এই নির্বাচন। আগামী ৮ জুলাই সারা রাজ্যের সঙ্গে পাহাড়েও নির্বাচন হবে। গোটা পাহাড়বাসী অপেক্ষায় ছিল এই ঘোষণার জন্য। কারণ, পঞ্চায়েত না থাকায় উন্নয়নের কাজ আটকে গিয়েছিল দীর্ঘদিন। এবার এই সমস্যার সমাধান হবে। তবে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলেও পাহাড়ে কিন্তু দ্বিস্তরীয় (Two Tire Panchayat) নির্বাচন হবে। এদিকে রাজ্য সরকার পাহাড়ে নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো।

শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০০১ সালে। তারপর থেকে এখনও পর্যন্ত পাহাড়ে নানা ঘটনা ঘটে গেলেও পঞ্চায়েত নির্বাচন হয়নি। এর মাঝে রাজ্যে পরিবর্তনও চলে আসে। কিন্তু পাহাড় ছিল সেই তিমিরেই। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সারা রাজ্যের সঙ্গে পাহাড়েও নির্বাচন করা হবে। সেইমতই বৃহস্পতিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় রাজ্যের নির্বাচন কমিশন রাজীব সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, এবার দার্জিলিং ও কালিম্পং জেলাতেও নির্বাচন হবে। স্বভাবতই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)।
[আরও পড়ুন: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির উদ্বোধন, অভিযোগ জানানোর নম্বর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়]
দলের পক্ষে মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “আমরা নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। রাজ্য সরকারকে ধন্যবাদ তারা এই সিদ্ধান্ত নেওয়ায়। এবার পাহাড়ের আরও উন্নয়ন হবে।” এদিকে নির্বাচনের জন্য তৈরি রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাও (GJM)। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমরা চেয়েছিলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তা না হলেও দ্বিস্তরীয় নির্বাচনেও আমরা অংশ নেব। তবে একা নয়, জোট করে লড়ব। সেটা কার সঙ্গে হবে তা এখনই বলা যাবে না।” আবার জিএনএলএফও (GNLF) একইভাবে পঞ্চায়েত নির্বাচন লড়াই করার জন্য প্রস্তুত।
[আরও পড়ুন: নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে বিতর্কে তৃণমূল নেত্রী, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ প্রকল্প]
তবে তারা লোকসভা নির্বাচনের (Loksabha Election) মত বিজেপির সঙ্গে জোট করে লড়বে, নাকি একাই লড়বে তা এখনও চূড়ান্ত করেনি। দলের পক্ষে মুখপাত্র নীরজ জিম্বা বলেন, “নির্বাচন একটি গনতান্ত্রিক অধিকার সকলের। তাই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। তবে জোট নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি।” এছাড়া হামরো পার্টি, বিজেপি এখনও কিছু চিন্তাভাবনাই করেনি এই নির্বাচন নিয়ে। তবে নির্বাচন হোক তা তারাও চেয়েছে।
প্রসঙ্গত দার্জিলিং জেলায় ৫টি ব্লক দার্জিলিং সদর-১(পুলবাজার), দার্জিলিং সদর-২(রংলি) ও দার্জিলিং সদর- ৩(জোরবাংলো) সহ কার্শিয়াং ও মিরিক। এই ৫টি ব্লকে মোট ৭০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এছাড়া ৫টি পঞ্চায়েত সমিতি রয়েছে। পাশাপাশি কালিম্পং জেলায় কালিম্পং- ১, কালিম্পং- ২ ও গরুবাথান এই ৩টি ব্লক রয়েছে। এই জেলায় মোট ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সবকটিতেই এবার ভোট হবে।