shono
Advertisement
Yuzvendra Chahal

'তুমি কত্ত প্রতিভাবান!', নাইটদের বিরুদ্ধে চাহাল ম্যাজিকে 'আনন্দাশ্রু' মাহভাশের

কাঁধের চোট নিয়ে কেকেআরের বিরুদ্ধে নেমেছিলেন চাহাল।
Published By: Arpan DasPosted: 12:11 PM Apr 16, 2025Updated: 12:11 PM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু যুজবেন্দ্র চাহালের পাশে একজন ঠিকই আছেন। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়। আর নাইট রাইডার্সের বিরুদ্ধে চাহালের ম্যাজিক দেখার পর যে মাহভাশ চুপ থাকবেন না সেটাও খুব স্বাভাবিক।

Advertisement

আসলে মঙ্গলবার মুলানপুরে নাইটদের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস। স্কোরবোর্ডে ১১১ রান নিয়েও যে জেতা যায়, সেটা দেখিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার। তার নেপথ্যে চাহালের জাদু। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৬২ রানে ৩ উইকেট থেকে ৯৫ রানের মধ্যে থেমে যায় নাইটদের ইনিংস। চাহাল ফেরান রাহানে, অঙ্গকৃষ, রিঙ্কু, রমনদীপকে।

ম্যাচের পর ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশ লেখেন, 'তুমি কত্ত প্রতিভাবান! এই জন্যই তো তুমি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী!!! অসম্ভব!' সঙ্গে কাঁদতে থাকা একটি ইমোজি। সেই অশ্রু যে আনন্দাশ্রু সে কথা বলাই বাহুল্য। আর নাইটদের বিরুদ্ধে তো কার্যত অসম্ভবকে সম্ভব করেছেন চাহাল। সঙ্গে দুজনের একটি ছবি। উল্লেখ্য, ২১১টি উইকেট নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট পাঞ্জাব স্পিনারেরই। আরও উল্লেখ্য, চাহালের ডিভোর্সের আগে থেকেই মাহভাশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রবল গুঞ্জন। পাঞ্জাবের জন্য গলা ফাটাতে গ্যালারিতে উপস্থিত থাকতেও দেখা যায় তাঁকে।

চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি চাহালের। নাইটদের বিরুদ্ধেও নেমেছিলেন কাঁধে চোট নিয়ে। কিন্তু কোচ রিকি পন্টিং যখন তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করেন, তখন কাঁধের চোটকে পাত্তাই দেননি তিনি। আর নেমেই চার উইকেট। এবার দেখার মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরে মাহভাশের উৎসাহে চাহালের কামব্যাক হয় কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও।
  • কিন্তু যুজবেন্দ্র চাহালের পাশে একজন ঠিকই আছেন। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকছেন।
  • আবার সোশাল মিডিয়ায় পোস্টও করছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়।
Advertisement