মলয় কুণ্ডু: নেতাজি ইন্ডোরের ওয়াকফ সমাবেশেও চাকরি বাতিল ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি বললেন, "২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা।" শীর্ষ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন তিনি।

ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। মুর্শিদাবাদের একটা অংশে আন্দোলনের নামে গুন্ডামি চলেছে বলেও অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নবাবের জেলা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রাণ গিয়েছে তিনজনের। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই দাবি পুলিশের। এই পরিস্থিতিতে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ ইস্যুতে ডাকা সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু তাতেও লাভ হয়নি বলেই দাবি করেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁর মুখে শোনা যায় এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, "২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা। অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।" অর্থাৎ এদিন ফের তিনি দাবি করলেন, চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ও আদালতের এক পাক্ষিক মনোভাব। বললেন, "ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে।"
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, “কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।” তাতেও আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান করেন চাকরিহারাদের একাংশ। অনশনের পথেও হাঁটেন। এরই মাঝে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন। আজ অর্থাৎ বুধে দিল্লিতে ধরনা কর্মসূচি রয়েছে চাকরিহারাদের।