সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটে (Wb Panchayat Election) কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন নয়। দু’দিনের বৈঠক শেষে সোমবার সকালেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল আদিবাসী কুড়মি সমাজ (Adivasi Kurmi Samaj)। এদিন পুরুলিয়ায় বসে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো জানিয়ে দিলেন, কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই তাঁরা সমর্থন দেবেন না। তাদের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন না আদিবাসী কুড়মি সমাজের কোনও প্রতিনিধি। এমনকী নিজেদের বাড়িতে ভোটের প্রচারে দেওয়াল লিখনও করতে দেবেন না। আদিবাসী কুড়মি সমাজের যাঁদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য আবেদন জানানো হবে ‘কুটুম কুটমালি ভায়াদি হামদমি’র মধ্যে দিয়ে।

রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে আদিবাসী কুড়মি সমাজের এই বয়কট মনোভাব ছিল আগে থেকেই। সম্প্রতি তফসিলি উপজাতি ভুক্ত হওয়ার লড়াইয়ে নেমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। রাস্তা, রেল অবরোধের মধ্য়ে দিয়েই সুর যে চরমে উঠছে, তা বুঝিয়েছিলেন। তবে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কুড়মি জনজাতির সমর্থন টানতে পুরুলিয়া জেলা বামফ্রন্ট তাঁদের অনেককেই প্রার্থী বলে ঘোষণা করে।
[আরও পড়ুন: মহারাষ্ট্রে পুণ্যার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ! ‘ঔরঙ্গজেবের শাসন’ বলে তোপ বিরোধীদের]
আর তারপর থেকেই ভোট রাজনীতি নিয়ে পালটা কৌশলী পদক্ষেপ নেয় আদিবাসী কুড়মি সমাজও। কোনও রাজনৈতিক দলকে সমর্থন না করার প্রাথমিক সিদ্ধান্ত নেন তাঁরা। পুরুলিয়ায় ২ দিনের বৈঠক হয় তাঁদের। এরপর সোমবার সকালে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো জানিয়ে দেন, ”আমাদের আদিবাসী কুড়মিদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল অপমান করেছে। আমরা ঠিক করেছি, কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন দেব না। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের গিয়ে বোঝাব। মিষ্টি নিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝাব যে যারা আমাদের অপমান করছে, তাদের হয়ে কেন লড়বে?” তবে তিনি এও জানান, কেউ নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চাইলে কোনও আপত্তি নেই। তবে তাঁদের এই সিদ্ধান্তে কুড়মি ভোট ব্যাংক যাঁরা টার্গেট করেছিলেন, তাঁরা কিছুটা হতাশ।